একই গ্রাম পঞ্চায়েতের দু’জন বিজেপি কর্মীর বাড়ির সামনে ব্যাগভর্তি বোমা উদ্ধার,  চাঞ্চল্য এলাকায়।

0
227

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- একই গ্রাম পঞ্চায়েতের দু’জন বিজেপি কর্মীর বাড়ির সামনে ব্যাগভর্তি বোমা উদ্ধার। শুক্রবার সকালে ঘটনাটি ঘটে কোচবিহার খাপাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের ২৮৭ ও ২৮৮ নম্বর বুথে।

জানা গেছে, ২৮৭ নম্বর বুথের বিজেপি কর্মী অভিজিৎ সরকার এবার দলীয় প্রতীকে পঞ্চায়েত ভোটে দাঁড়িয়েছিলেন। তবে ভোটে হেরে যান তিনি।তিনি জানান,এদিন সকালে তাঁর মা বাইরে বেরিয়ে বাড়ির গেটের মধ্যে একটি ব্যাগ ঝোলানো অবস্থায় দেখতে পান। সেই ব্যাগের মধ্যে বোমা ছিল। এনিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

একইসঙ্গে এই গ্রাম পঞ্চায়েতের ২৮৮ নম্বর বুথের আর এক বিজেপি কর্মী মনোজ রায়ের বাড়ির সামনেও ব্যাগভর্তি বোমা উদ্ধার হয়। অভিযোগ,ভোটের ফল ঘোষণার পর থেকেই তাঁর বাড়িতে ঢিল ছোড়া হচ্ছে। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে।