নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র পড়ুয়া বগুলায় বাড়ি স্বপ্নদীপ কুন্ডুর বুধবার রাত্রিতে হোস্টেলের ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়। যদিও ছাত্র স্বপ্নদ্বীপের মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয় ধোঁয়াশা। এরপরেই উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। আজ স্বপ্নদ্বীপের মৃত্যুর প্রতিবাদে শুক্রবার সকাল ১১ টায় বগুলা স্কুলের ছাত্র-ছাত্রী এবং পাড়া-প্রতিবেশী ও সাধারণ মানুষ একত্রিত হয়ে বগুলা কলেজ থেকে বগুলা হাই স্কুল পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করে। যারা স্বপ্নদ্বীপ কুন্ডুর মৃত্যুর জন্য দায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়। অন্যদিকে একাংশ বিক্ষোভকারীদের দাবি, ছেলে মেয়েদের উচ্চশিক্ষিত করার জন্য সব বাবা মায়েরাই চেষ্টা করে, একইভাবে স্বপ্নদ্বীপের স্বপ্ন পূরণের জন্য তার বাবা-মাও চেষ্টা করেছিল, আর কোনো রকম সংসার চালিয়ে স্বপ্নদ্বীপকে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে তার বাবা মা। কিন্তু তার মৃত্যু কখনো এইভাবে হতে পারে না, তাকে চক্রান্ত করে মেরে ফেলা হয়েছে, আমরা এর তীব্র ধিক্কার জানাচ্ছি। আর দোষীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
Home রাজ্য দক্ষিণ বাংলা ছাত্র স্বপ্নদ্বীপের মৃত্যুর প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল নদীয়ার বগুলায়।