নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সংখ্যাগরিষ্ঠতা নিয়েও বোর্ড গঠন করতে পারল না তৃণমূল কংগ্রেস। প্রধান হলেন বিজেপির জয়ী প্রার্থী সুস্মিতা মুন্ডা ।
নদীয়া জেলার শান্তিপুর ব্লকের বাবলা গ্রাম পঞ্চায়েতে ২৬ টি আসনে ভোট গ্রহণ প্রক্রিয়া হয়েছিল ,সেখানে তৃণমূল কংগ্রেস ১৫ টি আসন, বিজেপি ১০টি আসন এবং নির্দল একটি আসনে জয়লাভ করে। আসনের সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও পঞ্চায়েত প্রধানের আসনটি সংরক্ষিত আসন হওয়ার কারণে, বিজেপির জয়ী প্রার্থী সুস্মিতা মুন্ডাকে প্রধান পদপ্রার্থী করা হয়। উপপ্রধান করা হয় তৃণমূলের জয়ী প্রার্থী চন্দন ঘোষকে। তবে পঞ্চায়েতের বোর্ড গঠন হওয়ার আগে জায়গা ছাড়তে নাড়াজ ছিল তৃণমূল, দফায় কর্মী সমর্থকদের সাথে নিয়ে করতে থাকে স্লোগান। যদিও শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর নেতৃত্বে তৃণমূলের এই স্লোগান চলে। অন্যদিকে বিজেপির পক্ষ থেকেও কয়েকশ কর্মী সমর্থক নিয়ে পঞ্চায়েত অফিসে হাজিরা হয় তারা। এরপরে তৃণমূল ও বিজেপির উভয় পক্ষ থেকে দেওয়া হয় স্লোগান। যদিও গোটা পঞ্চায়েত অফিসের চারপাশে পুলিশি করা নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। তবে শেষমেষ ওই পঞ্চায়েতের বোর্ড গঠন করতে সক্ষম হয় বিজেপি। এরপরেই কর্মী সমর্থকরা গেরুয়া আবিরের রঙে মেতে ওঠে উল্লাসে। তাসা ব্যঞ্জন বাজিয়ে করতে থাকে বিজয় মিছিল।