প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : –পঞ্চায়েত গণনা কেন্দ্রে তান্ডবের পর থেকে সাঁকরাইল ব্লকের সারেঙ্গা ও মানিকপুর পঞ্চায়েত খবরের শিরোনামে চলে আসে। নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী সারেঙ্গা এবং মানিকপুর দুটি পঞ্চায়েতে ৬টি এবং ৯টি আসনে পুনরায় ভোট হবে। তার মধ্যেই সারেঙ্গা পঞ্চায়েতে যে কটি আসনে ফলাফল বের হয়েছিল সেই জয়ী প্রার্থীদের নিয়ে বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। মোট ২৪টি আসন, তার মধ্যে বিজেপি ৬টি আসনে জয়লাভ করে CPIM জোট ISF ৭ টি জয়লাভ করে, তৃণমূল ,,৫টিতে জয়লাভ করে, । শুরুতেই বিজেপির দলের পক্ষ থেকে প্রধান এবং উপপ্রধান নাম প্রস্তাব করা হয়। সিপিআইএম দলের তরফ থেকেও নাম প্রস্তাব করা হয়। কিন্তু শাসক দলের পক্ষ থেকে কোন নাম প্রস্তাব দেওয়া হয়নি। ভোটাভুটির মধ্যে বিজেপি প্রধান এবং উপপ্রধান ঠিক হয়। প্রধান হয় সুজাতা টকাল, উপ প্রধান দীপা নস্কর। আর এই ফলাফলেই সারেঙ্গা পঞ্চায়েত শাসকদলের হাত থেকে হাতছাড়া হলো । তবে বামেদের পক্ষ থেকে অভিযোগ করা হয় তৃণমূল সামনে থেকেই একপ্রকার বিজেপি কে সমর্থন করলো যা বিজে মূল বলে আখ্যা দেয়। বিজেপি ও তৃণমূলের গোপন আঁতাত এর দিকেই আঙ্গুল তুললো বামেদের পক্ষ থেকে। যদিও এখনও ৬ টি আসনে ভোট বাকি আছে নির্বাচনের দিন ঘোশনা হলে কি হয় সেই দিকে তাকিয়ে সাঁকরাইল ব্লকের সারেঙ্গাবাসিরা।