কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: – পৌরসভা এলাকায় কেউ বাড়ি সংস্কার করলে নিতে হবে পৌরসভার অনুমোদন। কেউ যদি মার্বেল পাথর,টাইলস, চিমনি বসাতে চায় এবং বাড়িতে অত্যাধুনিক করে তোলে সেক্ষেত্রে তার করের স্ল্যাব বাড়বে। এমনি সিদ্ধান্ত নেয় কোচবিহার পৌরসভা। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে সিদ্ধান্ত বাতিলের দাবিতে চেয়ারম্যানকে লিখিত অভিযোগ দেন কোচবিহার পৌরসভার দুই বাম কাউন্সিলর।
এদিন পৌরসভা অফিসের সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাম কাউন্সিলর মধু ছন্দা সেন গুপ্ত বলেন,পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মানুষের মধ্যে নানা করের বোঝা দিয়েই চলেছে। পৌর এলাকার মানুষ যদি বাড়ি সংস্কার করে, মার্বেল পাথর,টাইলস, চিমনি বসাতে চায় এবং বাড়িতে অত্যাধুনিক করে তোলে সেক্ষেত্রে তার করের স্ল্যাব বাড়বে।এটা শহরের মানুষ মেনে নেবে না। কারণে যেভাবে পৌর এলাকার মানুষের উন্নয়ন হওয়ার কথা ছিল সেই ভাবে উন্নয়ন হচ্ছে না। তাই মানুষের মধ্যে এত করের বোঝা চাপানো ঠিক নয়। তাই আমরা চেয়ারম্যানকে আমরা দুই বাম কাউন্সিলর লিখিত আকারে বিষয়টা নিয়ে ভেবে দেখে তা প্রত্যাহারের দাবি জানিয়েছি। তারপর যদি এই দাবি প্রত্যাহার করা না হয় তাহলে পৌর এলাকার মানুষদের নিয়ে আন্দোলনে নামবো।
যদিও এবিষয়ে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ অভিযোগ অস্বীকার করে বলেন,আমরা যখন বোর্ড মিটিংয়ে এই সিদ্ধান্ত নেই তখন ওই দুই বাম কাউন্সিলর মিটিং এ উপস্থিত ছিল। তারা ওই প্রস্তাবে সই করেছে। এখন মিথ্যা বলেছেন।