নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আজ নদীয়ার শান্তিপুর বড় গোস্বামী পাড়ার শান্তিপুর তাঁত বস্ত্র ব্যবসায়ী সমিতির অফিসে,
নদীয়া জেলা চেম্বার অফ কমার্স এন্ড ট্রেড এবং
শান্তিপুর ব্যবসায়ী কল্যাণ সমিতি সদস্যরা এক সংবর্ধনা সভার আয়োজন করেন।
যেখানে ঠিক এক মাস আগে, শান্তিপুর হরিপুর অঞ্চলের পেশায় প্যান্ডেল কর্মী সঞ্জয় প্রামাণিক গ্রামীণ ডাক্তার সত্যজিৎ দেবনাথ এবং মুদি ব্যবসায়ী আশীষ ঘোষ সাইকেলে করে রওনা দিয়েছিলেন শ্রী কৃষ্ণ ধাম বৃন্দাবনে, আজ তারা ফিরেছেন শান্তিপুরে। তাদেরকে সংবর্ধিত করতে পেরে ব্যবসায়ী মহল খুশি, জানালেন ব্যবসায়ীরা শুধুমাত্র মুনাফা লাভে মত্ত থাকে তা নয় ভ্রমণ এবং সেই সাথে ধর্ম ও পরিবেশের বার্তা দেওয়া এই তিন ব্যবসায়ী সদস্যকে দেখে অনেকেই অনুপ্রাণিত হবেন আগামীতে।
ভ্রমণকারীদের কাছ থেকে জানা যায়, বয়সে পার্থক্য হলেও ভ্রমণের উদ্দেশ্যে তাদের বন্ধুত্ব অনেক দিনের। এভাবেই সাইকেলে চেপে পুরি গিয়েছিলেন তারা। এবার শুধু বৃন্দাবন নয়, বেনারস কাশি বিশ্বনাথ, কয়েক রাজ কয়াগরাজ, মথুরা, রাধারানীর জন্মভিটে সহ আরো বেশি কিছু দর্শনীয় স্থান ঘুরে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার পথ অতিক্রান্ত করে আজ বাড়ি ফেরেন। যাওয়ার সময় মদন গোপাল মন্দিরে পুজো দিয়ে শুরু করেছিলেন, ফিরে এসে বড় গোস্বামী মন্দিরে দিলেন পুজো।
তবে পথে খাওয়া-দাওয়া প্রস্তুত করেছেন নিজেরাই, বাংলার তিনটি জেলা পার করার পর ঝাড়খন্ড বিহার এবং উত্তর প্রদেশ এই তিন রাজ্যে রাস্তায় অগণিত শুভাকাঙ্ক্ষীরা তাদের শুভেচ্ছা সংবর্ধনা এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন বলেই জানিয়েছেন তারা। নদীকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও তারা সহযোগিতা পেয়েছেন তবে রাস্তায় অত্যাধিক যান চলাচলে বেশ খানিকটা সমস্যা এবং দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন তারা। অন্যান্য রাজ্যে তাপপ্রবাহ কিছুটা বেশি থাকলেও বৃষ্টিতে বাধার সৃষ্টি হয়নি তবে বাংলায় ঢুকে স্বস্তির বৃষ্টি পেয়েছেন তারা। প্রত্যেকে ই ছোটখাটো কর্মকার এ জীবন জীবিকা নির্বাহ করেন তাই আবারও এক বছর টানা কাজের পর নতুন কোথাও ভ্রমণের কথা চিন্তাভাবনা করবেন বলেই জানিয়েছেন।
আজ শান্তিপুর কলেজ মোড় ব্যবসায়ীর পক্ষ থেকে তাদের একটি করে নতুন বস্ত্র উপহার হিসেবে তুলে দেন।