বাবা বর্ধমানেশ্বরের ৫২ তম আবির্ভাব দিবসে প্রচুর সংখ্যক ভক্তের সমাগম ।

0
350

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- রাঢ়বঙ্গের অন্যতম বৃহৎ শিবলিঙ্গ কেউ কি দর্শন করেছেন ? শুধু বৃহৎ শিবলিঙ্গই নয় সেটা আবার দেড় হাজার বছরের বেশি প্রাচীন । ইতিহাসবিদরা বলেন সম্রাট কণিষ্কও নাকি এই শিবলিঙ্গের পুজো করতেন । তবে বিষয়টি নিয়ে বিতর্ক রয়ে গিয়েছে । এই শিবলিঙ্গটি বর্ধমানেশ্বর নামেই পরিচিত । স্থানীয়রা একে মোটাবাবাও বলে থাকেন।1972 সালে বর্ধমান শহরের আলমগঞ্জ এলাকায় একটা নির্মাণের জন্য খননকাজ শুরু হয় । শ্রমিকেরা গাঁইতি শাবল দিয়ে মাটি কাটতে গিয়ে পাথরের উপরে আঘাত লাগার শব্দ শুনতে পান । ফলে তারা চমকে ওঠেন । এরপর ধীরে ধীরে মাটি খোঁড়া হয় । দেখা যায় মাটির নীচে বিশাল শিবলিঙ্গ । উচ্চতা প্রায় ছ’ফুটের কাছাকাছি, ব্যাসও প্রায় ছয় ফুট । প্রতি বছরের আবির্ভাব দিবসে কাটোয়া থেকে জল নিয়ে এসে বাবার ভক্তরা বাবার মাথায় জল ঢলেন। আজ সকাল বেলা থেকেই প্রচুর সংখ্যক মানুষ বাবার মাথায় জল ঢালার জন্য উপস্থিত হন বর্ধমানেশ্বর এর মন্দির। সকালবেলা থেকেই শুরু হয় বর্ধমানেশ্বর বাবার পুজো। শুধুমাত্র পুরুষরা নয় মহিলারাও আজকের এই বিশেষ দিনে বাবা বর্ধমানেশ্বর এর মাথায় জল ঢালেন। আজ এই মন্দির প্রাঙ্গনে বাবার পায়েস ভোগের বিশেষ ব্যবস্থা করা হয়েছে।