নিজস্ব সংবাদদাতা, মালদা:- বিজেপি ও নির্দলকে সঙ্গে নিয়ে ফুলবাড়িয়া পঞ্চায়েত বোর্ড গঠনে হেরে ভূত কংগ্রেস এবং সিপিএম জোট। শুক্রবার দুপুরে ইংরেজবাজার ব্লকের ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূল দলের সমর্থনে পঞ্চায়েত বোর্ড গঠন করে শাসকদল পঞ্চায়েত প্রধান হয়েছেন জাহিদুল শেখ। যদিও এই গ্রাম পঞ্চায়েতের ১২ টি আসনের মধ্যে ৮টি আসনই ছিল তৃণমূলের দখলে। বাকি একটি করে আসন পেয়েছিল কংগ্রেস, সিপিএম, বিজেপি এবং নির্দল। পঞ্চায়েত বোর্ড গঠন হওয়ার আগে থেকেই বিরোধী দলের ৪ পঞ্চায়েত সদস্য তৃণমূলের একাংশ নির্বাচিত সদস্যকে নিয়েই বোর্ড গঠনের আশা জিয়ে রেখেছিল । কিন্তু বিরোধীদের ষড়যন্ত্র এবং কৌশলী রাজনীতিতে জল ঢেলে দিয়েছে ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত তৃণমূলের নির্বাচিত সদস্যরা। একক সংখ্যা গরিষ্ঠতায় ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েত দখল করেছে তৃণমূল কংগ্রেস ।
এদিন দুপুরে তৃণমূলের পঞ্চায়েত বোর্ড গঠন হওয়ার পর থেকেই আনন্দ উল্লাসে মেতে ওঠেন স্থানীয় নেতাকর্মীরা। শুরু হয় সবুজ আবির খেলা। তারপরেই তৃণমূলের ঝান্ডা নিয়ে পঞ্চায়েত প্রধান জাহিদুল শেখের গলায় মালা পরিয়ে বিশাল রেলিও করা হয়।
দলীয় সূত্রে জানা গিয়েছে, ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের ১২টি আসনের মধ্যে ৮টি আসন দখলে রয়েছে তৃণমূলের। কিন্তু বিরোধী দলের নির্বাচিত সদস্যরা পরিকল্পনা করে এবং নানান প্রলোভন দেখিয়ে তৃণমুল দলেরই একাংশ নির্বাচিত সদস্যদের নিজেদের কাছে টানার চেষ্টা করেছিল। অবশেষে সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে তৃণমূল দলেরই নির্বাচিত সদস্যরা।
এদিন ব্লক প্রশাসনের উপস্থিতিতেই তৃণমূলের নির্বাচিত সদস্যরা হাত তুলে দলেরই নির্বাচিত সদস্য জাহিদুল শেখকে সমর্থন জানান এবং তাকেই পঞ্চায়েতের নিয়ম মেনে প্রধান করা হয়।
এদিন সকাল থেকে ইংরেজবাজার থানার পুলিশের বিশাল বাহিনী ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের সামনে মোতায়েন করা হয়েছিল। যেকোনো ধরনের অপ্রতিকর ঘটনা এড়াতে মোতায়েন ছিল র্যাফ এবং কমব্যাকট ফোর্স। যদিও সুষ্ঠুভাবে এদিন ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হয়।
ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের সদ্য তৃণমূল দলের প্রধান জাহিদুল শেখ জানিয়েছেন, বিরোধীদের ষড়যন্ত্র এখানে কোনরকম কাজ করে নি। অনেক ভাবেই রামবাম একজোট হয়ে চেষ্টা করেছিল এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলকে বিপাকে ফেলার। কিন্তু দলের নির্বাচিত সদস্যরা প্রত্যেকেই সমর্থন জানিয়ে বোর্ড গঠন করেছে। গ্রামীন এলাকার সাধারণ মানুষের উন্নয়নের জন্য তৃণমূল সরকার বরাবরই কাজ করে এসেছে। ফলে বিরোধীদের এখানে কোনরকম ষড়যন্ত্রমূলক পরিকল্পনা ধোপে টিকে নি। আগামীতে সমস্ত পঞ্চায়েত সদস্যদের নিয়ে গ্রামীন এলাকার উন্নয়ন করাই এখন মূল লক্ষ্য। এদিকে ফুলবাড়িয়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূল দলের বোর্ড গঠন হওয়ার পর পঞ্চায়েত প্রধান জাহিদুল শেখকে ধন্যবাদ জানিয়েছে দলের জেলা নেতৃত্ব এবং তৃণমূল সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী।
ছবি ———– ফুলবাড়িয়া পঞ্চায়েতে বোর্ড গঠন হওয়ার পর তৃণমূলের পঞ্চায়েত প্রধান জাহিদুল শেখকে নিয়ে দলীয় কর্মী, সমর্থকদের উল্লাস।