পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বোর্ড গঠনকে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয় পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার দক্ষিণ নারিকেলদা গ্রাম পঞ্চায়েত এলাকা, বিজেপি ও তৃণমূল দুপক্ষের মধ্যে হাতাহাতি এবং মার দূরের ঘটনায় আহত একাধিক, ঘটনায় উত্তেজনার পরিস্থিতি গোটা এলাকায়, পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে মোতায়েন নন্দকুমার থানার বিশাল পুলিশ বাহিনী, জানা গিয়েছে শুক্রবার নন্দকুমার ব্লকে দক্ষিণা নারকেলদা গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করার সময় বাইরে তৃণমূল কর্মীর সমর্থকেরা আবির মেখে উল্লাসে ফেটে পড়ে। সেই সময় বিজেপি কর্মী সমর্থকদের সাথে তৃণমূল কর্মী-সমর্থকরা বচসা জড়ায়, পরে হাতাহাতি ও মারধরে জড়িয়ে পড়ে দুই পক্ষ । তবে পুলিশ নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে তবে এই মুহূর্তে ব্যাপক উত্তেজন রয়েছে। কার্যতো ইট বৃষ্টির পরিস্থিতির সৃষ্টি হয় এলাকা জুড়ে,জানা গিয়েছে দক্ষিণ নারকেলদা গ্রাম পঞ্চায়েতের মোট ১৯ টি আসন তার মধ্যে তৃণমূল কংগ্রেস প্রায় দশটি,বিজেপি পায় ৭টি, নির্দল ও সিপিআইএম একটি করে আসন পায়। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন থাকলেও রয়েছে চাপা উত্তেজনা।
Home রাজ্য দক্ষিণ বাংলা বোর্ড গঠনকে কেন্দ্র করে উত্তপ্ত নন্দকুমার দক্ষিণ নারিকেলদা গ্রাম পঞ্চায়েত,নন্দকুমার মেছেদা ১১৬...