ভোটের সময় শাসক দল রিগিং এবং ছাপ্পা দেওয়ার প্রতিবাদে বোর্ড গঠনের দিন সিপিএমের প্রতিনিধিরা বোর্ড গঠনে অংশগ্রহণ না করে বেরিয়ে আসেন।

0
268

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : — শাসক দল পঞ্চায়েত নির্বাচনে রিগিং ও ছাপ্পা দিয়ে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হন এমনি প্রতিবাদে সাঁকরাইল ব্লকের কান্দুয়া পঞ্চায়েতের সিপিআইএমের জয়ী সদস্যরা বোর্ড গঠনে অংশগ্রহণ না করে প্রতিবাদ জানালেন । বৃহস্পতিবার নবান্নে নির্দেশ অনুযায়ী পঞ্চায়েতের ভোট গঠন শুরু হয় বাংলা জুড়ে। তেমনি কান্দুয়া পঞ্চায়েতে বোর্ড গঠন নির্দিষ্ট সময়সূচী মেনে শুরু হয়।। বিরোধীদের মধ্যে বিজেপি অনুপস্থিত ছিল এবং সিপিআইএমের সদস্যরা বোর্ড গঠনে অংশগ্রহণ না করে প্রতিবাদ জানালেন । হাইকোর্টের গোটা পঞ্চায়েতের মামলা ঝুলছে। আইনকে বুড় আঙুল দেখিয়ে পঞ্চায়েত গঠন করছেন এমনই অভিযোগ বিরোধীদের। ২৬ টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে ১৫ টি আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত ভোটের শাসকদলের বিরুদ্ধে সিপিএম প্রার্থীরা বোর্ড গঠনে যুক্ত না হয়ে এইভাবে প্রতিবাদ করলেন। তবে শাসক দলের কান্দুয়া পঞ্চায়েতের নতুন উপপ্রধান অনিরুদ্ধ সেখ বিরোধীদের এটাই কাজ বলে উড়িয়ে দেন।