রাষ্ট্রীয় গ্রন্থাগার সরে জমিনে খতিয়ে দেখতে গ্রন্থাগারে আসলেন বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে।

0
239

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- উত্তরবঙ্গ রাষ্ট্রীয় গ্রন্থাগারের কেমন অবস্থায় রয়েছে তা সরে জমিনে খতিয়ে দেখতে গ্রন্থাগারে আসলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে। এদিন তিনি সম্পূর্ণ লাইব্রেরী ঘুরে ঘুরে দেখার পাশাপাশি লাইব্রেরির আধিকারিকদের সঙ্গেও পুস্তক সংরক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং কোন পুস্তক কত দিনের পুরনো এবং তা কিভাবে সংরক্ষণ করা হচ্ছে সে বিষয় নিয়ে বিস্তারিত কথা বলেন। পাশাপাশি লাইব্রেরী রিডিং রুম সহ অন্যান্য কক্ষ গুলি বেহাল অবস্থায় পড়ে রয়েছে সেগুলো তিনি লিপিবদ্ধ করেন।

এ বিষয়ে বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, চলতি বিধানসভা অধিবেশনে তিনি বিধানসভায় গ্রন্থাকার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় গ্রন্থাগারের বেহাল অবস্থা নিয়ে প্রশ্ন করলে তিনি সেখানে বিজেপি বিধায়ক ভুল তথ্য পরিবেশন করছেন বলে অভিযোগ তোলেন। সেই জন্যই তিনি আজ সরোজমিনে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় গ্রন্থাগার পরিদর্শনে এসেছেন বলে এদিন জানান।