শনিবার জলপাইগুড়িতে ধস্তাধস্তি জড়ালেন টোটো চালক এবং পুলিশরা।

0
233

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- শনিবার জলপাইগুড়িতে ধস্তাধস্তি জড়ালেন টোটো চালক এবং পুলিশরা। টোটো চালকদের কাছ থেকে অতিরিক্ত কর নেয়াসহটোটোর ভাড়া কমিয়ে দেয়া হচ্ছে এই অভিযোগকে সামনে রেখে প্রতিবাদে নামলেন টোটো চালকরা শনিবার জলপাইগুড়ির দিশারী মোড়এলাকায়প্রতিবাদে নামেন টোটো চালকরা। এদিন পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান তারা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল‍্য সৃষ্টি হয় গোটা এলাকায়।টোটোর ভাড়া কমিয়ে দেওয়ার প্রতিবাদে আন্দোলন বামপন্থী টোটো ইউনিয়নের। টোটোর ভাড়া কমানোর প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করলো বামপন্থী টোটো ইউনিয়ন। দিশারী মোড়ে একটি বিক্ষোভ সভার আয়োজন করেছিলেন টোটো চালকরা ।টোটো চালকদের বক্তব্য দীর্ঘদিন আন্দোলনের ফলে পাঁচ টাকা টোটোর ভাড়াবৃদ্ধি হয়েছিল। কিন্তু জলপাইগুড়ি পৌরসভা ফের সেই ভাড়া পাঁচ টাকা কমিয়ে দিয়েছেন । এর প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সভা। টোটো ইউনিয়নের সম্পাদক শুভাশিস সরকার বলেন বারবার আন্দোলনের ফলে টোটোর ভাড়া বৃদ্ধি পাঁচ টাকা করা হয়েছিল । কিন্তু ফের ভাড়া ৫ টাকা কমিয়ে দেয়া হয়েছে। তাই আজকের এই বিক্ষোভসভা।এই বিষয়ে চেয়ারপারসন পাপিয়া পাল বলেন যা সিদ্ধান্ত হয়েছে তাই বহাল থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here