এলাকার বিভিন্ন জায়গায় জলের লাইনের কল ভেঙে দিল দুষ্কৃতীরা , চাঞ্চল্য এলাকায় ।

0
99

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- পঞ্চায়েত এর বোর্ড গঠনের পরের দিনই পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় জলের লাইনের কল ভেঙে নিয়ে গেলো দুষ্কৃতীরা। শনিবার সকালে বিষয়টি সামনে আসার পর থেকেই চাপান উতর শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে। সূত্রের খবর, ফুলিয়া টাউনসিপ গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক জায়গায় শনিবার সকালে টাইম কলের জলের কলের মাথা ভাঙা অবস্থায় দেখতে পান স্থানীয় মানুষজন। সদ্য টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের প্রধানের অভিযোগ দীর্ঘদিন ক্ষমতায় থাকার পর শুক্রবার বিজেপির কাছে হেরে হাতছাড়া হয়েছে পঞ্চায়েত বোর্ড। আর তারই জেরেই রাগের বসে কলের মাথা ভেঙে দিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও টাউনশিপ প্রধানের তোলা অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের নদীয়া জেলার সাধারণ সম্পাদক তপন সরকার বলেন তৃণমূল কংগ্রেস মানুষের পরিষেবা দেয়। এটা বিজেপির হার্মাদ বাহিনীর কাজ। তৃণমূলের নামে অপপ্রচার করছে বিজেপি।