তৃনমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিকে মারধরের ঘটনায় গ্ৰেপ্তার বিজেপির মন্ডল সভাপতি সহ তিন কর্মী।

0
165


আবদুল হাই, বাঁকুড়াঃ – বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার ৮ টি ব্লকের মধ্যে একমাত্র খাতড়া ব্লকের গোড়াবাড়ি গ্রাম পঞ্চায়েত একক সংখ্যাগরিষ্ঠতায় জয় লাভ করেছিল বিজেপি। শুক্রবার ওই পঞ্চায়েতে বোর্ড গঠন করে বিজেপি। বোর্ড গঠন প্রক্রিয়া চলাকালীন এলাকায় জয়ী সদস্যদের গ্রাম পঞ্চায়েতে নিয়ে যাওয়ার পথে আক্রান্ত হন তৃনমূলের গোড়াবাড়ি অঞ্চল সভাপতি মৃত্যুঞ্জয় দাস। তাঁকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে বিজেপির বিরুদ্ধে।

সেই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই খাতড়া থানার পুলিশ গ্রেফতার করল বিজেপির রানীবাঁধ বিধানসভার ৪ নম্বর মন্ডল সভাপতি আশিস মাহাতো সহ মোট তিন বিজেপি কর্মীকে। শনিবার ধৃতদের খাতড়া মহকুমা আদালতে তোলা হলে তিনজনকেই দু’দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।

অভিযুক্ত মন্ডল সভাপতিকে আদালত চত্বরে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসায় মিথ্যা মামলায় তাদের ফাঁসানো হয়েছে।

বিজেপির দাবী তৃনমূলের অঞ্চল সভাপতিকে আক্রমণের ঘটনায় কোনো বিজেপি কর্মী যুক্ত নয়। তৃনমূলের গোষ্ঠীদ্বন্দের জেরেই মার খেয়েছেন অঞ্চল সভাপতি। সেই ঘটনার মোড় ঘোরাতে এবং রাজনৈতিক উদ্যেশ্যেই বিজেপি নেতা কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে।

তৃনমূল মিথ্যা মামলার অভিযোগ অস্বীকার করেছে। তৃনমূলের দাবী হামলা হয়েছে বিজেপির নেতৃত্বেই। পুলিশ পুলিশের কাজ করেছে।