দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট হাসপাতালের নবনির্মিত ccu ব্লকের কাজে নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিজেপি যুব মোর্চা বালুরঘাট টাউন কমিটি ccu ব্লক তৈরির কাজ আটকে দিল। এদিন যুব মোর্চার পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে CCU ব্লক তৈরীর কাজে লাল বালির পরিবর্তে সাদা বালি ব্যবহার করা হচ্ছে। আর এমনই অভিযোগ তুলে নিম্নমানের কাজের অভিযোগে CCU ব্লক তৈরির কাজ বন্ধ করে দিল যুব মোর্চা। যদিও এই বিষয়ে বালুরঘাট হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ বলেন কাজটি পি ডব্লিউ ডি’র পক্ষ থেকে করা হচ্ছে। বিষয়টির সম্পর্কে তারা অবগত নয়। কোন অভিযোগ থাকলে পি ডাব্লিউ ডি দপ্তরের সঙ্গে যোগাযোগ করবার পরামর্শ দিয়েছেন হাসপাতাল সুপার।
বাইট বাবুসোনা অধিকারি বিজেপি শহর সভভাপতি
সুপার কৃষনেন্দু কুমার বাগ
Home রাজ্য উত্তর বাংলা নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিজেপি যুব মোর্চা বালুরঘাট টাউন কমিটি ccu ব্লক...