ভয়ংকর খেলার হুঁশিয়ারি দিয়ে পূর্ব বর্ধমান জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি পিন্টু সামের বিরুদ্ধে পোস্টার পড়লো শহর বর্ধমানের কোট কম্পাউন্ড এলাকায়।

0
116

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তী:-ভয়ংকর খেলার হুঁশিয়ারি দিয়ে পূর্ব বর্ধমান জেলা বিজেপি যুব মোর্চার সভাপতি পিন্টু সামের বিরুদ্ধে পোস্টার পড়লো শহর বর্ধমানের কোট কম্পাউন্ড এলাকায়। পোস্টার এর উপরে লেখা সেভ BJYM (BWN)।
পোস্টারে লেখা রয়েছে “বর্ধমান দুর্গাপুর লোকসভা ভিত্তিক জেলা হবার পর কোন বহিরাগত খণ্ডঘোষ বিধানসভার চরিত্রহীন তোলাবাজ যুব মোর্চার সভাপতিকে মানবো না। নেতাদের কাছে অনুরোধ দয়া করে যুব মোর্চাকে শেষ করবেন না, না হলে ভয়ংকর খেলা হবে”।
শহর বর্ধমানে বিজেপির তরফেই বিজেপির যুব মোর্চার সভাপতির বিরুদ্ধে পোস্টারে অস্বস্তি জেলা বিজেপি নেতৃত্ব। চাঞ্চল্যকর পোস্টারের ব্যাপারে বিজেপির জেলা নেতৃত্বকে ফোন করা হলে কোন উত্তর পাওয়া যায় নি । যাকে উদ্দেশ্য করে পোস্টার তাকেও বারবার ফোন করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
পোস্টারে বিষয়ে প্রতিক্রিয়া দেন রাজ্য মুখপাত্র তৃণমূল কংগ্রেসের প্রসেনজিৎ দাস। তিনি বলেন পোস্টার এর ব্যাপারে বলার কি আছে, এর আগেও ওনার নামে বহুবার পোস্টার পড়েছে। কখনো বিজেপির সভাপতির নামে পড়ে পোস্টার, কখনো আবার অন্যান্য পদাধিকারীদের নামে পড়ে পোস্টার। এটা বিজেপির কালচার হয়ে দাঁড়িয়েছে।
পাশাপাশি জেলা কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি গৌরব সমাদ্দার পোস্টার পড়ার বিষয়ে রাজনীতিকে সস্তার রাজনীতি বলে মন্তব্য করেন। তিনি জেলা প্রশাসনের কাছে আর্জি জানান যাতে আগামীতে কোর্ট কোম্পাউন্ড এর মতো জায়গায় এই রকমের পোস্টার না পরে তার দিকে যথাযত নজর দেওয়ার ব্যাপারে।