নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পঞ্চায়েতের বোর্ড গঠন তৃণমূলের। প্রধান পদে নির্বাচিত হলেন বীরেন মাহাতো। উপপ্রধান হলেন সাধনা বিশ্বাস। জানা যায় শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের আসন সংখ্যা মোট ৩০ টি, যার মধ্যে তৃণমূল ১৭ টি আসনে জয়লাভ করেছিল। বিজেপি জয়লাভ করেছিল ৯টি আসনে, দ২টি আসনে জয়লাভ করে কংগ্রেস, একটি আসনে সিপিএম, আর অন্য একটি আসনে জয়লাভ করে নির্দল। যদিও পরবর্তীতে সিপিএম ও কংগ্রেসের আসন পেয়ে মোট ১৯ টি আসনে দাঁড়াই তৃণমূল। আজ ওই পঞ্চায়েতে বোর্ড গঠন প্রক্রিয়া শেষ হয়, জানা যায় মোট ২১ টি আসন পেয়ে তৃণমূল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বোর্ড গঠন করে। জানা যায় ওই পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধান শান্তিপুর হরিপুর পঞ্চায়েতের চৌধুরীপাড়ায় বসবাস করেন। অন্যদিকে ওই পঞ্চায়েতের বিগত পাঁচ বছর উপ-প্রধান ছিলেন সাধনা বিশ্বাস, এবারও তাকেই উপপ্রধান নির্বাচিত করা হয়। যদিও কে প্রধান হবে এই নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়ন চলছিল ওই পঞ্চায়েতে, অবশেষে সব জল্পনা উড়িয়ে প্রধান উপপ্রধান নির্বাচিত হলো ওই পঞ্চায়েতে। অন্যদিকে বোর্ড গঠনের পরেই উল্লাসে মেতে ওঠে কর্মী সমর্থকরা, যদিও বোর্ড গঠন প্রক্রিয়া চলাকালীন গোটা পঞ্চায়েতের চারপাশে পুলিশি করা নিরাপত্তায় মুড়ে রাখা হয়। অন্যদিকে একপ্রকার সুষ্ঠুভাবেই বোর্ড গঠন প্রক্রিয়া শেষ হলো হরিপুর পঞ্চায়েতে।