বাঁকুড়া, আবদুল হাই:- আমার ছেলে এমন কাজ করতেই পারে না” বলছেন স্বপ্নদ্বীপ কাণ্ডে গ্রেপ্তার হওয়া বাঁকুড়ার ছেলে দীপশেখর দত্তের মা। রবিবার ভোর বেলায় যাদবপুর কাণ্ডে গ্রেফতার করা হয় বাঁকুড়ার ছাত্র দীপশেখর দত্তকে। বাঁকুড়ার মাচান তলার ফেমাস গলির বাসিন্দা সংহিতা দত্ত এবং মনোতোষ দত্তের সন্তান দীপশেখর দত্ত। দীপশেখর দত্তের গ্রেপ্তার হওয়ার কথা পাঁচজন জানতেই সরগরম হয় মাচান তলার ফেমাস গলি। দ্বীপশেখরের মা জানান সব সময় স্বপ্নদ্বীপের পাশেই ছিল দীপশেখর, ফোন করে দীপশেখর জানায় যে স্বপ্নদ্বীপকে বাঁচাতে না পারার ক্ষেদ তাকে ব্যথা দিয়েছে। যাদবপুর কান্ডে এদিন গ্রেফতার করা হয় দুইজনকে তার মধ্যে অন্যতম বাঁকুড়ার দীপশেখর দত্ত।
এর পিছনে কোন বড় চক্রান্ত রয়েছে এমনটাই বলছেন দ্বীপ শেখরের বাবা মনোতোষ দত্ত। ছেলেকে ফাঁসানো হচ্ছে এমনটাই দাবি তাঁর। অপরদিকে দীপশেখরের মায়ের সঙ্গে কথা বলে জানা গেছে যে দীপশেখর কেও রেগিং এর শিকার হতে হয়েছিল। যদিও স্বপ্নদ্বীপ কাণ্ডে দোষীর শাস্তি হোক এমনটাই চাইছেন তিনি।