কালজানি নদীর ভাঙ্গন পরিদর্শনে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।

0
169

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: – কালজানি নদীর ভাঙ্গন দেখতে গেলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। এদিন তিনি তুফানগঞ্জ ১ নং ব্লকের দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ঝলঝলি এলাকায় যান। সেখানে গিয়ে তিনি দক্ষিণ ঝলঝলি এলাকা সংলগ্ন বিএসএফ ক্যাম্পের ভাঙন দেখেন এবং বিএসএফ আধিকারিকদের সাথে কথা বলেন। পরে ভাঙনের ফলে যে সব স্থানীয় মানুষদের জমি নদী গর্ভে গেছে তাদের সাথে কথা বলেন তিনি।

জানা গেছে, ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিএসএফ ক্যাম্প সহ বিস্তীর্ণ এলাকা কালজানি নদী ভাঙ্গনে বিপর্যস্ত হয়ে যাচ্ছিল। সেই খবর পাওয়ার পর এদিন সেখানে ছুটে যান উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। সেখানে গিয়ে ঝলঝলি এলাকায় কালজানি নদী দ্রুত মূর্তি দেখেন। কালজনি নদীর পাশে বিএসএফ ক্যাম্পের পাশে নদী ভাঙন শুরু হয় তা পরিদর্শন করে আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং ওই এলাকার সাধারণ মানুষদের সাথে কথা বলেন। ওই এলাকা গুলোতে বাদ না দিলে কাল জানি নদী এলাকার সমস্ত জমি ভেঙে বাংলাদেশে নিয়ে যাবে। এবং পরে ওই ভূমি গুলি বাংলাদেশ দখল নেবে। তাই বর্ষার সময় অস্থায়ীভাবে কিছু বাঁধ তৈরি করা হবে এবং বর্ষা বেরিয়ে গেলে স্থায়ীভাবে বাঁধের ব্যবস্থা করা হবে বলে জানান উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।