দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- এই প্রথম জটিল রোগের অস্ত্রপচার হলো দুবরাজপুরের মনিমহেশ হাসপাতালে। বুদ্ধদেব ডোম নামে এক ব্যক্তির জটিল অস্ত্রপচার করা হয় এবং সফল হোন চিকিৎসকরা। ঐ ব্যক্তির বাড়ি সদাইপুর থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের থুপগ্রামে। বেশ কয়েক মাস ধরে ভুগছিলেন পেটের যন্ত্রণায়। বেশ কয়েক মাস ধরে সিউড়ি সদর হাসপাতাল থেকে বর্ধমান, এমনকি কলকাতায় চিকিৎসা করিয়েও কোন ফল না মেলায় আবার ফিরে আসেন বাড়িতে বলে জানান তারই বাবা লিচু ডোম। গত কয়েকদিন আগে পেটে অসহ্য যন্ত্রণা উঠলে গ্রামের লোকেদের কথা শুনে ভর্তি করেন দুবরাজপুরের মনিমহেশ হাসপাতালে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির অগ্নাশয়ে বিশালাকার একটা টিউমার ছিল এবং যার ফলে পেটে প্রচুর জল জমে পেট ফুলে গিয়ে ব্যথা হত। এটা অত্যন্ত জটিল রোগ এবং এই রোগে মানুষ মারাও যায়। এই ব্যক্তির চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ মেডিকেল বোর্ড বসিয়ে জরুরি ভিত্তিতে অপারেশন করে সফলতা অর্জন করেছে। ওই রোগীকে আজই বাড়ি ছেড়ে দেওয়া হয়। ছেলে বাড়ি ফিরতে পারবে ভাবেন নি তার বাবাও। অন্যদিকে রোগীকে সুস্থ করতে পেরে খুশি হাসপাতাল কর্তৃপক্ষও। হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, এই রোগীকে বাঁচানো ছিল তাঁদের মূল উদ্দেশ্য। এছাড়াও খুব কম খরচে এই অপারেশনটা তারা করেছেন।