পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগ এবং বর্ধমান থানার সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবির।

0
217

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- জীবন আমাদের রক্তে গড়া,
রক্তে গড়া প্রাণ। রক্ত দিয়ে বাঁচাবো মোরা শত শত প্রাণ।
পূর্ব বর্ধমান জেলা পুলিশ সর্বদা নিজেদের কর্তব্যে অবিচল থাকে সব সময়। করোনা মহামারীর সময় সামনে সারিতে দাঁড়িয়ে সাধারণ মানুষকে সচেতন করা থেকে শুরু করে আইনশৃঙ্খলা রক্ষা করায় সর্বত্র সব সময় সাধারণ মানুষের পাশে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এর আগেও বিভিন্ন সামাজিক মূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই মর্মে রবিবার পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এবং বর্ধমান থানার সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরে বর্ধমান থানায় কর্মরত সমস্ত পুলিশ আধিকারিকরা তাদের রক্তদান করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক দুই রাকেশ চৌধুরী, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজী ১৪ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর রাসবিহারী হালদার সহ বিশিষ্ট গুণী ব্যক্তিরা।