নিজস্ব সংবাদদাতা, মালদা:- আগামী ১৫ই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে সৌহার্দ্য স্বেচ্ছাসেবী সংস্থার ও ভারত স্কাউট অ্যান্ড গাইড ও ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সহযোগিতায় মালদার বাঁধরোড এলাকায় আই এম এ ভবনে হয়ে গেল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মালদা ডেপুটি সিএমএইচ ডাক্তার অমিতাভ মন্ডল, সৌহার্দ্য সংগঠনের অন্যতম সদস্য কুন্তল দাস ভারত স্কাউট অ্যান্ড গাইড এর অন্যতম সদস্য সুনীল দাস ছিলেন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্য সহ অন্যান্যরা। সৌহার্দ্য সংগঠনের অন্যতম সদস্য কুন্তল দাস জানান আজকের দিনেই গতবার তারা এই রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন সেখানে প্রায় ১৫০ জন রক্তদাতা রক্ত দান করেছিলেন। এবারও আশা করছেন যে এই রক্তদান শিবিরে গতবারের মতো এবারও রক্তদান করবেন তাদের এই রক্তদান শিবিরে। তিনি আরো জানান দীর্ঘদিন ধরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা দিয়েছে রক্ত সংকট আর সেই রক্ত সংকটের কথা মাথায় রেখেই তারা এই রক্ত দান শিবিরের আয়োজন করেছেন আগামী ১৫ আগস্ট তথা স্বাধীনতা দিবসকে সামনে রেখেই।