নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সাত জনের দল এলো স্বপ্নদ্বীপের মামার বাড়িতে। লালবাজার হোমিসাইড ডিপার্টমেন্টের আধিকারিকদের সঙ্গে যাদবপুর থানার পুলিশ রানাঘাটে স্বপ্নদ্বীপের মামার বাড়িতে। তারা স্বপ্নদ্বীপের বাবা কে নিয়ে নানা জিজ্ঞাসা বাদ করেন। নানা প্রশ্ন উত্তরের জবাব দিচ্ছেন। এই প্রসঙ্গে স্বপ্নদ্বীপের মামা অরূপ কুন্ডু বলেন যাদবপুর থানার থেকে অফিসার লালবাজার থেকে অফিসার এসেছেন ।মোট সাত জনের দল এসেছেন তারা আমার ভগ্নিপতির সঙ্গে কথা বলছেন। হোস্টেলে কার সঙ্গে দেখা করেছেন, কার সাথে কথা বলেছেন। স্বপ্নদ্বীপের হাতের লেখা মেলানোর জন্য তার খাতা চেয়েছেন। তার বয়স প্রমাণের জন্য বার্থ সার্টিফিকেট চেয়েছেন। স্বপ্নদ্বীপের ১৮বছর হয়নি ৩১অক্টোবরে ১৮বছর হবে। এখান থেকে তারা বগুলা যাবেন বলে জানিয়েছেন।