কালজানির নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ ও নৃশংস ঘটনার সাথে যুক্ত সমস্ত অপরাধীদের দ্রুত ফাঁসির দাবিতে বিক্ষোভ নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির।

0
186

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:-  কালজানি হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণ ও নৃশংস ঘটনার সাথে যুক্ত সমস্ত অপরাধীদের দ্রুত ফাঁসির দাবিতে বিক্ষোভ নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির। এদিন তারা কোচবিহারের রাজা রামমোহন রায় স্কোয়ারে জমায়েত করেন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে কোর্ট চত্বরে যান এবং সেখানে প্রায় দু’ঘণ্টা ধরে কোট চত্বরে বিক্ষোভ দেখানো হয়। এদিন ওই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির সদস্যা নমিতা বর্মন, মৃতা নির্যাতিতার মা এবং ওই গ্রামের মহিলারা সহ আরও অনেকে।

তাদের দাবি,কালজানি হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রীকে স্কুল থেকে ফেরার পথে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে হত্যা করা হয়। ওই ঘটনায় যুক্ত অপরাধীদের আজ কোচবিহার কোর্টে তোলা হয়েছে। তাই আজকে কোর্ট চত্বরে বিক্ষোভ মিছিলে কর্মসূচি নেওয়া হয়েছে। অবিলম্বে অপরাধীদের ফাঁসি দিতে হবে এবং ভবিষ্যতে আর কোন মায়ের কোল যাতে এভাবে খালি না হয় তার জন্য কেন্দ্র ও রাজ্য সরকার এবং প্রশাসনকে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে জানান নারী নিগ্রহ বিরোধী নাগরিক কমিটির সদস্যা নমিতা বর্মন।