দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে এদিন সভাধিপতি এবং সহকারী সভাধিপতি নির্বাচিত হলেন।

0
157

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদে এদিন সভাধিপতি এবং সহকারী সভাধিপতি নির্বাচিত হলেন। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের মোট ২১ টি আসনের সব কটি তৃণমূল কংগ্রেসের দখলে এসেছিল পঞ্চায়েত নির্বাচনে। এদিন জেলা পরিষদের মিটিং হলে জয়ী সদস্য ও মন্ত্রী বিধায়ক সহ নির্বাচিত জনপ্রতিনিধিদের বৈঠকে সভাধিপতি নির্বাচিত হন চিন্তামণি বিহা এবং সহকারি সভাধিপতি নির্বাচিত হন অম্বরিশ সরকার। আদিবাসী মহিলা সদস্য চিন্তামণি বিহা এ নিয়ে পরপর তিনবার জেলা পরিষদে জয়ী হয়েছেন। তিনি দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের জেড পি ১৫ আসনে জয়ী হন। পাশাপাশি সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার জেলার কুশমন্ডি জেড পি ৩ আসন থেকে এবার জয়ী হন।

সভাধিপতি ও সহকারী সভাধিপতি নির্বাচনের পর এদিন জেলা পরিষদ প্রাঙ্গণে মঞ্চ করে তাদের সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী বিপ্লব মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলাশাসক বিজিন কৃষ্ণা সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।

রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র জানান এদিন নির্বাচনের মাধ্যমে সভাধিপতি ও সহকারী সভাধিপতি নির্বাচিত হন। তিনি আশা করেন নতুন বোর্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে জেলার উন্নয়নে কাজ করবে।