হওড়া, নিজস্ব সংবাদদাতা:- শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে বন্ধুদের সঙ্গে সাঁকরাইল থানার ধারে গঙ্গায় স্নান করতে নাবে । সাঁতার না জানায় গঙ্গায় তলিয়ে গেল যুবক । যুবকের নাম প্রীতম ঘুঘু ১৬ বছর বয়স জুজার সাহা পি অন মান্না স্কুলে দ্বাদশ শ্রেণীর ছাত্র। বাড়ি থেকে আজ সকালে বেরিয়েছিল শিবের মাথায় জল ঢালবে তাই সাঁকরাইল থানা সংলগ্ন গঙ্গার ঘাটে স্নান করবে বন্ধুদের সঙ্গে বেরিয়ে ছিলেন। বাবার কাছ থেকে জানা যাচ্ছে বাড়ি থেকে আটটা ত্রিশ মিনিট নাগাদ বেরিয়েছিলেন তবে বাড়ির অমতেই বেরিয়েছিলেন সে । ওই যুবক সাঁতার জানে না। ঘটনাটি ঘটে আনুমানিক সকাল ১১টার সময়। দুর্ঘটনা পর প্রশাসন নড়ে চড়ে বসে লোকাল নৌকা এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী এসে দেহটিকে খোঁজার চেষ্টা চালায়। তাতেও ফল না হওয়ায় অবশেষে ডুবুরি নামাতে হয়েছে। এখনো চলছে খোঁজার কাজকর্ম। তবে যুবকের কাকা অভিযোগ করলেন বিশেষ দিনগুলোতে গঙ্গার ঘাটে পুণ্যার্থীরা গঙ্গাস্নান করতে আসেন এবং ভিড় জমায় তাই প্রশাসনের উচিত ছিল আগে থেকে বিপর্যয় মোকাবিলা টিম রাখা। সাপনের শেষ সময় ছানার ঘাটে প্রচুর ভিড় হয় কোন ডিজাস্টারের লোকই ছিল না এমনই অভিযোগ করলেন মৃত প্রীতম ঘুঘু কাকা। ডুবুড়ি এসে খোঁজখবর করার পর বেলা ১টা নাগাদ দেহ উদ্ধার হয় জল থেকে। এই নিয়ে আগত গঙ্গার ঘাটে দর্শনার্থীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়।