হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- নিমতলা পাঁচপাড়া শিব মন্দির কমিটির পরিচালনায় আজ শ্রাবণ মাসের শেষ সোমবারে এলাকাবাসীর আরোগ্য কামনায় সাধু-সন্তদের সঙ্গে নিয়ে মহা মৃত্যুঞ্জয় যজ্ঞ অনুষ্ঠিত হলো এছাড়া চণ্ডী পাঠ, বিষ্ণু পূজা, শিব স্তোত্র পাঠ হয় সারাদিন ধরেই। সকাল থেকেই ভক্তদের মন্দির চত্বরে আনাগোনা ছিল শিব লিঙ্গে দুধ গঙ্গা জল ঢাললেন ভক্তি ভরে ভক্তরা। কমিটির সম্পাদক সৌমেন দাস জানান প্রায় ১৩২ বছরের পুরনো এই মন্দির তবে আগে এই মন্দিরের রক্ষণা বেক্ষণ তেমন ছিলনা এবং বছরের ১ বার শিব রাত্রির দিনে অনুষ্ঠান হতো নতুন কমিটি হবার পর এই ১০ বছর মন্দিরের ভোল বদলে যায় ও নানা রকম ধর্মীয় অনুষ্ঠান হয় । তাই অনেক ভক্তরা এই মন্দিরে আসতে শুরু করেছে । এই ভাবে যেনো আগামী দিন গুলো সকলের ভালোভাবে চলে সেই কামনা করলেন আগত সাধু সন্তরা। । সর্বশেষে ব্রাহ্মণ ভোজন করানোর ব্যবস্থা হয়। অনেক ব্রাহ্মণ এবং সাধুসন্তরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।