জীবনের স্বাদ : লাজু চৌধুরী।

0
324

প্রশস্ত রাস্তায় বুক ভরে নিঃশ্বাস নিতে পারি না..
রিফু করা জীবন মুখ লুকিয়ে রাখে জনকোলাহলের ভিড়ে ।
জীবনের কাঠ গড়ায় দাঁড়িয়ে…
নিজেকে আসামি মনে হয়।
সংসারে অসংখ্য মুখের কাছে আমি নত জানু।
সত্যিকার অর্থে আমি সংসার গড়ার কারিগর হয়ে উঠতে পারিনি।
এখানে আমার ব্যর্থতা…
নির্জনতায় আমাকে ক্রমশ গ্রাস করছে…
রাস্তার মোড়ে স্বশ্তা চায়ের কাপে ঠোঁট ডুবিয়ে
জীবনের স্বাদ খুঁজি….