তৃণমূলের গুলিতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে দুটি শিশু আহত ১৭ জনেরও অধিক কংগ্রেসের এবং গত দুদিন আগে এসইউসিআই দলের দুদিন আহত হয়েছে দুজন।

0
167

নদীয়া, নিজস্ব সংবাদদাতা :- নদীয়ার পলাশীপাড়ায় তৃণমূল আশি তো দুষ্কৃতীদের হাতে শিশুসহ গুলিতে আহত ১৭ জন ও তারও বেশি বলে জানা যায়। আহতদের পলাশীপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর গুরুতর আহতদের নিয়ে আসা হয় শক্তিনগর জেলা হাসপাতালে জানা যায় পলাশীপাড়া পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের হাত থেকে বেরিয়ে যাওয়ার ফলে ক্ষিপ্ত হয়ে ওঠে তৃণমূল কংগ্রেস এইখানে বোর্ড গঠন করেছেন বামপন্থী সংগঠন এবং কংগ্রেস সমর্থিত বিরোধীরা এক জোটে তাতেই ক্ষেপেছেন তৃণমূল কংগ্রেস তবে এই এলাকাতেই গত দুদিন আগে একজন বামফ্রন্টী সংগঠনের এসইউসিআই এর দুজন নেতৃত্বকে গুলি করে বলে অভিযোগ তাদের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয় তারাও এখনো চিকিৎসাধীন রয়েছে। তার মধ্যেই কংগ্রেসের একাধিক নেতৃত্ব ও কর্মীদের গুলি করা হয় এরমধ্যে একজন শিশু গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বলে জানা যায় এবং একটি তিন মাসের শিশু তারও মাথায় গুলি লাগে এবং একজন শিশুর গোটা পিঠ এবং শরীর গুলিতে ঝাজরা হয়ে যায় দুজনেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে বাকিরা শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। যদিও এখনো মৃতের খবর পাওয়া যায়নি। গত দুদিন ধরে চলে আসাই ঘটনা নিয়ে কোন পদক্ষেপ করছে না প্রশাসন এলাকায় যথেষ্ট আতঙ্কের সৃষ্টি হয়েছে ঘটনার পর থেকেই এশিয়ার কর্মীদের মারার পর থেকে ওই এলাকায় কোন পুরুষ ছিল না বলেই জানা যায়। হাতেগোনা কয়েকজন থাকলেও তাদের সহ মহিলাদেরও রিয়াদ করা হলো না এই ঘটনায় বাদ গেল না বাচ্চা শিশু গতকালই এসোসিয়ের একটি বাড়িতে অগ্নিসংযোগ করা হয় বলে জানা যায় তারপর তাদের গুলি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা কোনক্রমে প্রাণে বেঁচে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি হয় তারা বাকি কংগ্রেসেরাও একই পথ অবলম্বন করেছে বলে জানা যায় কবে ঘুম ভাঙবে পুলিশ প্রশাসনের আর কত আহত কে গুলিতে ঝাঁঝরা হতে হবে কত বাচ্চাদের তা এখনো জানা নেই এলাকার সাধারণ মানুষের যথেষ্ট আতঙ্কের মধ্যে দিন গুনছে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীদের অত্যাচারে তবে সূত্রে খবর এই ঘটনায় কংগ্রেসের তরফ থেকে অধীর রঞ্জন চৌধুরী স্বয়ং নিজে আসছেন আহতদের দেখতে এখনো পর্যন্ত কোন অভিযুক্তকে গ্রেফতার করেনি জেলা প্রশাসন