কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- স্বাধীনতা দিবসের দিনে ফের বিজেপি নেতা জয়দীপ ঘোষের বাস ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দিনহাটা পৌরসভার ১ নং ওয়ার্ডের মতিলাল লেন সংলগ্ন এলাকায়। ওই ঘটনার জেরে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে আটক করে দড়ি দিয়ে বেঁধে রাখে বলে জানা গিয়েছে।
অভিযোগ,স্বাধীনতার দিন সাত সকালে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা দেখেছে জাতীয় পতাকা নিয়ে গতকাল বাইক মিছিল করেন। সেইটা দেখার পর তারা জয়দীপ ঘোষের উপর আক্রমণের ছক কষে। কিন্তু তাকে না পেয়ে দিনহাটা শহরের উপর দাড়িয়ে থাকা তার বাস ভাঙচুর করেন। এবং জয়দীপ ঘোষের সিকিউরিটি উপর হামলা চালানোর চেষ্টা করে। সেই সময় ওই সিকিউরিটি একজনকে আটক করেন। পরে তাকে জয়দীপ ঘোষের বাড়িতে অভিযুক্ত তৃণমূল কর্মীকে আটক করে রাখেন। অভিযুক্ত ওই তৃণমূল কর্মীর নাম নাম পঙ্কজ বর্মন। তাঁর বাড়ি দিনহাটার নয়ারহাটে। ওই যুবককে আটক করার পর তার মোবাইলে বিভিন্ন তৃণমূল কংগ্রেস কর্মীর ফোন আসে বলে অভিযোগ বলে জানা গিয়েছে।
এদিন এবিষয়ে বিজেপি নেতা জয়দীপ ঘোষ বলেন, আসলে আমাকে নয়, আমার সিকিউরিটিদের মারধর করতে এসেছিলেন। যেহেতু তারা গাড়ির কাছে একটি ঘরে আমার সিকিউরিটিরা থাকে। তাদের আক্রমণ করতে এসে তাদের না পেয়ে আমার বড় বাস গাড়িটি ভাঙচুর করে। এবং সেখানে ভাঙচুর করতে গিয়ে এক তৃণমূল কর্মী আটক হয়। পরে পুলিশ এসে তাদের নিয়ে যায়। এই ঘটনার পিছনে উদয়ন গুহের হাত রয়েছে।
যদিও অভিযোগ অস্বীকার করে তৃণমূলের শহর ব্লক সভাপতি বিশু ধর বলেন, ওটা বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরে বাস ভাঙচুর হয়েছে। তৃণমূল এই ধরনের কাজ করে না।