ভারত বাংলাদেশ সীমান্ত গেদে 32 নম্বর bsf ক্যাম্পে ৭৭ তম স্বাধীনতা দিবস পালন।

0
162

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  আজ আজাদীকা অমৃত মহোৎসব। ভারতবর্ষের ৭৭ তম স্বাধীনতা দিবস। ভারতের প্রত্যেকটি জায়গায় সকাল থেকেই পতাকা উত্তোলন ছাড়াও বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে এই স্বাধীনতা দিবস পালন হচ্ছে। তেমনি চিত্র দেখা গেল ভারত বাংলাদেশ শেষ সীমান্ত গেদে 32 নম্বর ব্যাটেলিয়ান বিএসএফ ক্যাম্পে। আজ সকাল থেকেই রংবেরঙে এবং ক্যাম্পের প্রত্যেকটি জায়গায় পতাকার মাধ্যমে সাজিয়ে তুলেছে। উপস্থিত ছিলেন কৃষ্ণনগর সেক্টর এর DIG সঞ্জয় কুমার তানার সহধর্মিনী মুক্তা ব্যানার্জি। কৃষ্ণনগর সেক্টরে ডিআইজি সঞ্জয় কুমার প্রথমে গেদে বিএসএফ ক্যাম্পে এসে পতাকা উত্তোলন এবং পতাকাকে সম্মান প্রদর্শন তারপর জাতির উদ্দেশ্যে ভাষণ এবং শপথ গ্রহণ করলেন। এবং DIG এর সহধর্মিনী উন্মুক্ত আকাশে পায়রা কুড়িয়ে এবং প্রদীপ পরিচালন এর মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। একদিকে যেমন32 নম্বর ব্যাটেলিয়ান এর স্বাধীনতা দিবস কে ঘিরে ছিল ব্যাপক উত্তেজনা তার সাথে সাথে আশেপাশের জনগণের বিএসএফ ক্যাম্পে এসে স্বাধীনতা দিবস পালন করায় তারা উল্লাসিত ছিল। তার কারণ একমাত্র বর্ডার এর তারকাটা দেখার সুযোগ ১৫ ই আগস্টেই জনগণ উপভোগ করতে পারে। পরে বিএসএফ ক্যাম্পে উপস্থিত হন কৃষ্ণগঞ্জ ব্লকের বিধায়ক আশীষ কুমার বিশ্বাস তিনি এসে প্রত্যেকটি বিএসএফ জনকে জাতীয় পতাকা তুলে দেওয়ার সাথে সাথে তাদের সাথে নিত্তে মেতে ওঠার চিত্র দেখা গেল। সব মিলিয়ে বলা যায় এই ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ভারত বাংলাদেশ সীমান্ত গেদে বিএসএফ ক্যাম্পে এক আনন্দ মহরমের সৃষ্টি হল।