উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ-আগামী ২৮ শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ দেওয়াল লিখন কর্মসূচি গ্রহণ করলেন কালিয়াগঞ্জের বিধায়ক তথা তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতি সৌমেন রায়। কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজীব সাহা, কালিয়াগঞ্জ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অমর গুপ্তা। প্রত্যেক বছর রাজ্যব্যাপী এই দিনটি উৎসাহের সঙ্গে পালন করে তৃণমূল ছাত্র পরিষদে কর্মী ও সমর্থকরা। সামনেই আর কটা দিন বাকি। এই উপলক্ষে সাজু সাজু রব রাজ্যজুড়ে। বেশ কয়েকদিন ধরেই তৃণমূল ছাত্র ও যুব সংগঠনের পক্ষ থেকে এই কর্মসূচি প্রচার চালানো হচ্ছে ডিজিটাল মাধ্যমে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানান রকম অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। এমনই আজ দেখা গেল কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়কে তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে নিজেই দেওয়াল লিখলেন হাতে তুলে ও রং নিয়ে। বিধায়কের এহেন উদ্যোগে স্বাগত খুশি কালিয়াগঞ্জের তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা। পাশাপাশি এদিন দেখা গেল শহর তৃণমূল সভাপতি রাজীব সাহা এবং তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অমর গুপ্তাকেও হাতে তুলি ও রং নিয়ে দেওয়ালে লিখতে।
এদিন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী এবং আমাদের নেতা। তাদের নির্দেশে এবং তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য র নির্দেশে রাজ্যজুড়ে প্রচার অভিযান চলছে আগামী ২৮ এ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। ঠিক তেমনিভাবে কালিয়াগঞ্জ শহর এর বিভিন্ন জায়গায় তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অমর গুপ্তা, তার কর্মীর ও সমর্থকদের সঙ্গে নিয়ে ইতিমধ্যে প্রচার অভিযান শুরু করে দিয়েছেন জোর কদমে। আগামী ২৭ তারিখ কালিয়াগঞ্জ থেকে রাধিকাপুর এক্সপ্রেসে যতটা বেশি ছাত্র-ছাত্রীদের নিয়ে কলকাতায় যাওয়া যায় সেটা করার চেষ্টা করছেন। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীকে সাফল্যমন্ডিত করার জন্য কালিয়াগঞ্জ বিধানসভার দুটি ব্লক শহর এবং গ্রাম থেকে প্রচুর ছাত্র-ছাত্রীরা সেখানে উপস্থিত হবেন বলে তিনি আশা করেন। অপরদিকে কালিয়াগঞ্জ শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অমরগুপ্তা বলেন আগামী ২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালিয়াগঞ্জ শহর থেকে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী কলকাতায় পৌঁছাবে। এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুবদের আইকন তথা নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমরা সেখানে শুনবো।
Home রাজ্য উত্তর বাংলা আগামী ২৮ শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, দেওয়াল লিখন কর্মসূচি...