কালিয়াচক-‌৩ ব্লকে শুরু হয়েছে ভাঙন, আতঙ্কে অস্থায়ী বাড়ি ছাড়তে শুরু করেছেন গঙ্গার পাড়ে থাকা বাসিন্দারা।

0
258

নিজস্ব সংবাদদাতা, মালদা:– কালিয়াচক-‌৩ ব্লকে শুরু হয়েছে ভাঙন। আতঙ্কে অস্থায়ী বাড়ি ছাড়তে শুরু করেছেন গঙ্গার পাড়ে থাকা বাসিন্দারা। এদিন বিকেলে ভাঙন দেখতে এলাকাবাসীরা ভিড় জমান। গঙ্গার পাড়ে বসবাস করা অস্থায়ী বাড়িঘর অন্যত্র সরাতে শুরু করেছেন বাসিন্দারা। কালিয়াচক-৩ ব্লকের বীরনগর-‌১ গ্রাম পঞ্চায়েতের দুর্গারামটোলায় আচমকা ভাঙনে উদ্বিগ্ন এলাকার মানুষ। এদিন ভাঙন দেখতে আশেপাশের মানুষ ভিড় জমান। সংশ্লিষ্ট এলাকার প্রায় ৫০ মিটার এলাকা জুড়ে শুরু হয়েছে ভাঙন। গঙ্গার জল বাড়তে শুরু করার সঙ্গে সঙ্গে ভাঙন দেখা দিয়েছে। কয়েক ঘণ্টা ধরে ভাঙন চললেও আতঙ্কে দিন কাটাতে হচ্ছে সংশ্লিষ্ট এলাকার পাড়ের মানুষদের। গত ভাঙনে ক্ষতিগ্রস্তরা অস্থায়ী তাঁবু করে গঙ্গার পাড়ে বসবাস করছিলেন। এদিন ভাঙন শুরু হতেই তাঁরা তাঁবু সরাতে শুরু করেন। রাজেশ মণ্ডল, গোবিন্দ মণ্ডল, মদন মণ্ডল-‌সহ ১০ পরিবার ছিলেন পাড়ে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিকাশ মণ্ডল, বুদ্ধদেব মণ্ডলরা জানান, ‘‌এদিন বিকেল ৫টা আচমকা ভাঙন দেখা যায়। গতবার ভাঙনে এখানকার বেশ কিছু বাড়ি তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের মধ্যে কয়েকজন অস্থায়ীভাবে ত্রিপল খাটিয়ে পাড়ে বসবাস করছিলেন। তাঁদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এখন নতুন করে আতঙ্ক তৈরি হল।’‌ সংশ্লিষ্ট ব্লকের এক আধিকারিক জানান ভাঙ্গনের খবর পেয়ে আমরা খোঁজ খবর রাখছি। ভাঙনের মানুষজনকে সচেতন থাকার জন্য বলা হয়েছে।