পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- মারাত্মক অভিযোগ উঠল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ ছাত্রাবাসের বিরুদ্ধে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ হোস্টেলের বিরুদ্ধে অভিযোগ। যতজন ছাত্র-ছাত্রী তার দ্বিগুন ছাত্র ছাত্রীরা খাওয়া দাওয়া করে উক্ত হোস্টেলে। এমনকি বাড়তি খাওয়া দাওয়া করা ছাত্রদের খরচও বহন করতে হয় বর্তমান পড়ুয়াদের। আরো অভিযোগ সুপার সিনিয়র, সিনিয়ারও থাকে নিত্যদিনের খাওয়াদাওয়ার তালিকায়। তবে কারা এই সুপার সিনিয়র ও সিনিয়র? হোস্টেলের রাঁধুনিদের মধ্যে এক স্টাফ অবশ্য জানিয়েছেন এর উত্তর হোস্টেল কতৃপক্ষই দিতে পারবে। যাদবপুরের প্রসঙ্গ তুলতে সাংবাদিকদের সামনে কোন মন্তব্য করতে চাননি ওই রাধুনী স্টাফ। রাধুনীদের হুমকির মুখেও পড়তে হচ্ছে বলে অভিযোগ। তবে হোস্টেল থেকে বহিরাগতদের বিতাড়িত করার দাবিতে সোচ্চার হয় পূর্ব বর্ধমান জেলা এসএফআই। বুধবার পূর্ব বর্ধমান জেলার এসএফআই এর সভাপতি প্রবীর ভৌমিকের নেতৃত্বে একটি ডেপুটেশন দেওয়া হয় বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে।
Home রাজ্য দক্ষিণ বাংলা মারাত্মক অভিযোগ উঠল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সহ ছাত্রাবাসের বিরুদ্ধে।