লোবা পঞ্চায়েতের সংবর্ধনা অনুষ্ঠানে সাংসদ শতাব্দী রায়।

0
142

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- দুবরাজপুর ব্লকের লোবা গ্রাম পঞ্চায়েত এলাকার জোপলাই গ্রামে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ শতাব্দী রায়। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়, লোবা অঞ্চল সভাপতি পিনাকী চক্রবর্তী, তৃণমূলের দুবরাজপুর ব্লকের যুগ্ম আহ্বায়ক রফিউল খান সহ ব্লক ও জেলা তৃণমূলের সদস্যরা। দুবরাজপুর ব্লকের লোবা গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত হওয়া প্রধান এবং উপপ্রধান তৃণমূল কংগ্রেসের হলেও দলের নির্দেশ মেনে হয়নি। ওই এলাকায় নিজেদের ক্ষমতা ধরে রাখতে এক পক্ষ প্রধান এবং উপপ্রধান নির্বাচিত করেছেন। আর এর ফলেই ক্ষুব্ধ তৃণমূল। মঞ্চে উপস্থিত সাংসদ শতাব্দী রায় থেকে জেলা তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়ের গলাতেও একই সুর। দলে থেকে গোষ্ঠীদ্বন্দ্ব কোনরকম বরদাস্ত করা হবে না। কিন্তু তারা ঠারে ঠারে বুঝিয়ে দিয়েছেন। শতাব্দী রায় বলেন, দলের সঙ্গে থাকা মানে কিন্তু আপনি সময়ের সঙ্গে আছেন। দলের সঙ্গে থাকা মানে কিন্তু আপনি ক্ষমতার সঙ্গে আছেন। আজ কাজল শেখের প্রসঙ্গও তিনি তুলে ধরেন।