আচমকাই বিদ্যুতের খুঁটিতে ভয়াবহ আগুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা শহরের সিঙ্গাতলা ঠনঠনিয়া কালী মন্দির এলাকায়।

0
179

নিজস্ব সংবাদদাতা, মালদা:- ‌ আচমকাই বিদ্যুতের খুঁটিতে ভয়াবহ আগুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা শহরের সিঙ্গাতলা ঠনঠনিয়া কালী মন্দির এলাকায়। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে ওই এলাকায় ব্যাপক শোড়গোল পড়ে যায় । স্থানীয় বাসিন্দারা দমকলকে খবর দিলেও আগুন নেভানোর জন্য ওই এলাকায় পৌঁছায়নি দমকলের কর্মীরা বলে অভিযোগ। পরে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে আসে। দীর্ঘচেষ্টার পর বিদ্যুৎ দপ্তরের কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য , এদিন বিকেলে হঠাৎ করে সিঙ্গাতলা ঠনঠনিয়া কালী মন্দির লাগোয়া একটি বিদ্যুতের খুঁটিতে দাও দাও করে আগুন জ্বলছিল। দমকল কর্মীরা আসে নি , তাদের খবর দেওয়া হয়েছিল। পরে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা আসে। মেইন সুইচ নামিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। যদিও এই ঘটনা কোন হতাহতের খবর নেই।