ঘাটাল ও চন্দ্রকোনাতে বালিকাদের নিয়ে আইনি সচেতনতা শিবিরের আয়োজন।

0
407

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বর্তমান পরিস্থিতিতে বালিকাদের সুরক্ষিত রাখতে এবং নিজেদের আত্মরক্ষার স্বার্থে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল বসন্তকুমারী বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে বালিকাদের নিয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করল জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে,মূলত রাস্তাঘাটে পথ চলার সময় নিজেকে কিভাবে সুরক্ষিত রাখবে এবং খেলাধুলা ও আত্মরক্ষার জন্য সচেতন করা হয় এইদিন,এই দিন উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ স্থানীয় প্রশাসনিক আধিকারিকেরা,পাশাপাশি এইদিন চন্দ্রকোনার ঠাকুরবাড়ি অতসী স্মৃতি হাই স্কুলে বালিকাদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবার কর্তৃপক্ষের সচিব দিব্যেন্দু নাথ,জেলা আইনি পরিষেবার আইনি সহায়ক কাজী মোহম্মদ মুর্তাজা, এছাড়াও উপস্থিত ছিলেন চন্দ্রকোনা থানার ভারপ্রাপ্ত অফিসার অমিত কুমার সিংহ মহাপাত্র, চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান অসীমা পাত্র সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিবর্গ, পাশাপাশি চলে প্রশ্ন-উত্তর পর্ব যেখানে বিদ্যালয়ের বালিকারা বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন,এবং বিভিন্ন পরিস্থিতির কথাও তুলে ধরেন তারা। তবে জেলা জুড়ে এই আইনের সচেতনতা শিবিরে ব্যাপক সাড়া পড়েছে বলে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।