কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- বেহাল পৌর পরিষেবা উন্নতির দাবিতে এবং পুরনো বাড়িঘর সংস্কারের ক্ষেত্রে নতুন করে পৌর কর চালু করার বিরুদ্ধে সহ সাত দফা দাবিতে স্মারকলিপি দিল বিজেপি।বৃহস্পতিবার বিজেপির জেলা কার্যালয় থেকে বেরিয়ে এই মিছিল কোচবিহার শহর পরিক্রমা করে পুরসভার সামনে হাজির হয়। এরপর বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন জমা দেয়। এদিন ওই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে, বিজেপির জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু, বিজেপির জেলা সাধারণ সম্পাদিকা মিনতি দাস ইশোর, উত্তর শহর মণ্ডলের সভাপতি প্রতীপ রায় বসুনিয়া সহ অনেকেই উপস্থিত ছিলেন। এদিন পাঁচজনের প্রতিনিধি গিয়ে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকে স্মারকলিপি দেন।
তাঁদের অভিযোগ,শহরের বহু রাস্তাঘাট বেহাল। নিকাশি নালা পরিষ্কার হয় না। অথচ বিভিন্ন আছিলায় পুর কর বাড়িয়ে চলছে পুরসভা। সেই কারণেই এদিন আন্দোলনে নামা হয়েছে।
এদিন বিজেপি নেতা তথা বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন,‘শহরের রাস্তাঘাট সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে দাঁড়িয়েছে। নিকাশী নালা বেহাল। পুরসভা নিজেও কাজ করছে না। আমি বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা দেব,সেটাও নিচ্ছে না।‘
যদিও পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন,‘উনি কোথায় টাকা দেবেন না দেবেন সেটা ওনার ব্যাপার। তবে গত দুবছরে উনি কেন একথা বলেননি? পুর পরিষেবা নিয়ে কোনও অভিযোগ জানান নি।