প্রবীর নাগরিকদের তীর্থ ভ্রমনের সাধ পূর্ণ করতে এগিয়ে এলো নদীয়া জেলা স্বাধীনতা দিবস উদযাপন কমিটি।

0
1036

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- আর্থিক অস্বচ্ছলতার কারণে শেষ জীবনে তীর্থ ভ্রমনের স্বাদ অপূর্ণই রয়ে যায় প্রবীণ নাগরিকদের। কিন্তু প্রবীর নাগরিকদের এই সাধ পূর্ণ করতে এগিয়ে এলো নদীয়া জেলা স্বাধীনতা দিবস উদযাপন কমিটি। রানাঘাট পুরসভার পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় স্বাধীনতা দিবস উদযাপন কমিটি দুঃস্থ ও প্রবীণ নাগরিকদের জন্য মায়াপুর ভ্রমণের ব্যবস্থা করল। আমরা জানি ১৯৪৭সালে ১৫ইআগস্ট দেশ স্বাধীন হয়েছিল কিন্তূ নদীয়া তার তিন দিন পর দেশ স্বাধীন হয় ১৮ই আগস্ট তাই প্রতিবছরই স্বাধীনতা দিবস উদযাপন কমিটি বেশ কিছু সমাজসেবামূলক কর্মকাণ্ড করে থাকে স্বাধীনতা দিবস উপলক্ষে এবার প্রবীন নাগরিকদের “মায়াপুর ভ্রমণ”একটি ব্যতিক্রমী কর্মসূচি। ১৭ই আগস্ট বৃহস্পতিবার সকাল ন’টা নাগাদ প্রবীণ নাগরিকদের নিয়ে তিনটি বাস রানাঘাট কোর্ট মোড় থেকে রওনা দিল মায়াপুরের উদ্দেশ্যে। লক্ষ্য সারাদিন নাম কীর্তন সহযোগে ভ্রমণ এবং তার সঙ্গে নদীয়ার ঐতিহাসিক স্থান মায়াপুর ইসকন মন্দির দর্শন একইসঙ্গে প্রভু দর্শন। দুপুরের সেবা মায়াপুরেই।রানাঘাট পুরসভা পরিচালিত আশ্রয়হীন নিরাশ্রয় আবাসিকের প্রবীণ নাগরিকসহ রানাঘাটের বিভিন্ন জায়গার ৯২জন প্রবীন নাগরিকদের নিয়ে তিনটি বাস রওনা দিল মায়াপুরের উদ্দেশ্যে।