বুধবারের পর বৃহস্পতিবার ও সকালেও উত্তেজনা পরিস্থিতি থাকলেও জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে।

0
195

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- বুধবারের পর বৃহস্পতিবার ও সকালেও উত্তেজনা পরিস্থিতি থাকলেও জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে।

যাদবপুর নিয়ে রাত থেকে দফায় দফায় উত্তেজনা জলপাইগুড়িতে, বাম নেতৃত্বের বিরূদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা।


সংগঠনের নেতারা ওপর এস এফ্ আইয়ের হামলার প্রতিবাদে থানায় ঢুকে বিক্ষোভ তৃণমুল ছাত্র পরিষদের।


যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাগিংয়ের শিকার এক ছাত্রের মৃত্যু এবং তার প্রতিবাদে আন্দোলন সংগঠিত করতে যাওয়া তৃণমুল ছাত্র পরিষদের সভাপতি ত্রিনাংকুর ভট্টাচার্য এর ওপর ভারতের ছাত্র ফেডারেশনের সদস্য দের হামলার ঘটনা নিয়ে বুধবার রাত থেকেই দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে জলপাইগুড়ি শহর সহ জাতীয় সড়কে।
বুধবার এই ঘটনার প্রতিবাদ কর্মসূচি পালনের শেষে টি এম সি পি এবং এস এফ্ আইয়ের মধ্যে ডি বি সি রোডে তুমুল উত্তেজনা সৃষ্টি হয়েছিলো, লাঠি হাতে চলে মারামারি, এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে জেলার বিশিষ্ঠ বাম শ্রমিক নেতা সহ অন্যান্য সিপিএম নেতা কর্মিদের বিরূদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে।
কারন গতকালের ঘটনায় বেশ কিছু পুলিশ কর্মী আক্রান্ত হয়েছে বলে পুলিশের অভিযোগ।
অপরদিকে বৃহষ্পতিবার সকালে জেলা তৃণমুল ছাত্র পরিষদের পক্ষ থেকে দোষী দের দ্রুত গ্রেফতারের দাবিতে কোতোয়ালি থানায় স্বারকলিপি প্রদানের সঙ্গে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে।
যদিও গতকালের ঘটনা প্রসঙ্গে জেলা সি পি এম সম্পাদক সলিল আচার্য বলেন গণতন্ত্র থাকলে সেখানে কোনো রাজনৈতিক দল ওপর কোনো রাজনৈতীক দলের অফিসে এই ভাবে হামলা চালাতে পারে না। গ্রেফতার করার মতো অবস্থা সৃষ্টি হয়নি গতকাল কিন্তু শাসক দলের ওপর মহলের চাপে পুলিশ এমনটা করেছে,
আমরা ও নিচু তলা থেকে জনগণকে নিয়ে চাপ সৃষ্টি করবো। অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের বক্তব্য বাম নেতারা জোর করে আমাদের ওপর আক্রমণ করছে তাই তাদের অবিলম্বে শাস্তি চাই।