মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ার সহ মৃত্যু হলে তিনজনের, আরো একজন আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি।

0
164

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ার সহ মৃত্যু হলে তিনজনের, আরো একজন আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে ভর্তি। ঘটনাটি ঘটেছে নদীয়ার ধুবুলিয়া থানার বাহাদুরপুর এলাকায়। যারা যায় গতকাল গভীর রাতে চার বন্ধু নিজস্ব একটি চারচাকা গাড়ি করে ঘুরতে বেরিয়েছিল। তারা যখন বাড়ি ফিরছিল তখন ঠিক ধুবুলিয়া থানার বাহাদুরপুর ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছে দাঁড়িয়ে থাকা একটি পাথর বোঝায় লরিতে সজরে ধাক্কা মারে। বিকট আওয়াজ পেয়ে পথচারীরা এবং স্থানীয়রা ছুটে আসে। তারাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগায়। রক্তাক্ত অবস্থায় চারজনকেই উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে মৃত বলে ঘোষণা করে। বাকি একজন ওই হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। মৃত তিন যুবকের নাম দেবাশীষ বিশ্বাস, নয়ন শর্মা এবং সৌগত কানু। নয়ন শর্মা কৃষ্ণনগর কোতোয়ালী থানায় বর্তমানে সিভিক ভলেন্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন। বিজয় ভাস্কর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে ধুবুলিয়া থানার পুলিশ। ঘাতক গাড়ি দুটিকেই থানায় নিয়ে যায় পুলিশ। প্রশাসনের প্রাথমিক অনুমান ওই চার যুবক গতকাল রাতে মদ্যপ অবস্থায় ছিল। যদিও ময়না তদন্তের পর পুরো বিষয়টি উঠে আসবে। পাশাপাশি কি কারনে এই দুর্ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে পুলিশ।
এ বিষয়ে বিজয় ভাস্কর বলেন, তার বাড়ি খড়্গপুরে। সে বন্ধুদের সঙ্গে দেখা করতে ধুবুলিয়ায় এসেছিলেন। তারপরেই এই দুর্ঘটনা ঘটে।