জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পালের উপস্থিতিতে উদ্বোধন হলো কাগজের পাতা ও বাটি তৈরি করার জন্যে আধুনিক মেশিনের।

0
90

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ি পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে এই প্রথম স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অর্থ ও কাজে সুবিধার জন্য জলপাইগুড়ি পৌরসভার চেয়ারপারসন পাপিয়া পালের উপস্থিতিতে এই দিন উদ্বোধন হলো কাগজের পাতা ও বাটি তৈরি করার জন্যে একটি আধুনিক মেশিনের শুভ সূচনা। জলপাইগুড়ি পৌরসভার সহযোগিতায় এই মেশিনের শুভসূচনা হলো।বইটা কেটে এর সূচনা করেন পাপিয়া পাল। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার আধিকারিক সহ এলাকার কাউন্সিলর তপন ব্যানার্জি। এই বিষয়ে চেয়ারপারসন পাপিয়া পাল বলেন স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের কাজে উৎসাহিত করার জন্য পাশাপাশি তাদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্য এই প্রথম ১৫ নম্বর ওয়ার্ডে স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের জন্য একটি আধুনিক মেশিনের মাধ্যমে কাগজের পাতা ও থালা তৈরি করার যন্ত্র আনা হলো।