নদিয়া জেলা স্বাধীনতা দিবস উদযাপন কমিটির উদ্যোগে চূর্ণী তীরের তটিনি প্রাঙ্গনে আজ উত্তোলিত হলো ভারতের জাতীয় পতাকা।

0
227

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ১৯৪৭ সালের ১৫ই আগস্ট যখন ভারত স্বাধীন হয় সেই সময় নদীয়া জেলা ছিল পাকিস্তানের অন্তর্গত। এর তিনদিন পর ১৮ ই আগস্ট ভারত সার্বভৌম রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয় নদীয়া জেলা। সেই কারণে নদীয়া জেলার রানাঘাটে ১৮ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করা হয়। রানাঘাট ১০ নম্বর ওয়ার্ডে নদিয়া জেলা স্বাধীনতা দিবস উদযাপন কমিটির উদ্যোগে চূর্ণী তীরের তটিনি প্রাঙ্গনে আজ উত্তোলিত হলো ভারতের জাতীয় পতাকা। এদিন ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন প্রখ্যাত ইতিহাসবিদ ড: তাপস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন রানাঘাটের পুরপ্রধান কোশলদেব বন্দ্যোপাধ্যায়, রানাঘাট পুরসভার নির্বাহী আধিকারিক বিপুল চক্রবর্তী সহ আরো অনেক বিশিষ্ট জন। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে পরিবেশিত হয় ছোটদের সংগীত ও নৃত্যানুষ্ঠান।