নিজস্ব সংবাদদাতা, মালদা:—-২০১৭ সালের বন্যাত্রাণ দূর্নীতির শিরোনামে থাকা তৃনমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করলেন বাম কংগ্রেস জোট।দুর্নীতির দায়ে গ্রেপ্তার হয়েছিলেন তৎকালীন তৃণমূল পরিচালিত ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনামনি সাহা ও শিক্ষক নেতা আফসার হোসেন।বন্যা ত্রাণ দুর্নীতির জবাব মানুষ দিয়েছে দাবী জোটের।আজ ছিল চাঁচল বিধানসভার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন।২৬ আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূল জয়ী হয়েছে ৯ টি আসনে,কংগ্রেস ১০ টি,সিপিআইএম ৬ টি ও একটি আসন পায় নির্দল।বাম কংগ্রেস জোট নির্দল কে সঙ্গে নিয়ে বোর্ড গঠন করলেন।জোটের কংগ্রেস থেকে প্রধান হলেন রাজিব খান ও উপ প্রধান হলেন প্রনয় দত্ত ওরফে পাপ্পু।প্রসঙ্গত,চলতি মাসের ৯ তারিখে ছিল এই পঞ্চায়েতে বোর্ড গঠন।গঠন প্রক্রিয়া চলাকালীন জোটের প্রার্থীদের চোখে লঙ্কা গুড়ো ছিটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল শাসকদলের প্রার্থীদের বিরুদ্ধে।জোটের বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ করে তৃণমূল।ঘটনার পরে প্রশাসন বোর্ড গঠন প্রক্রিয়া স্থগিত করতে বাধ্য হয়েছিলেন।৯ দিন পর তৃনমূলের ৯ জন জয়ী প্রার্থীকে ব্যাকফুটে ফেলে ১৭ জনের মেজরিটি নিয়ে আজ বোর্ড গঠন করলেন বাম কংগ্রেস জোট
আজ সকাল থেকেই ওই এলাকায়
হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশবাহিনী মোতায়েন ছিল।কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে বোর্ড গঠন সম্পন্ন হয়।
Home রাজ্য উত্তর বাংলা ২০১৭ সালের বন্যাত্রাণ দূর্নীতির শিরোনামে থাকা তৃনমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন...