কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তৃনমূল পরিচালিত মন্ত্রীর গড়ে গ্রাম পঞ্চায়েত দখল করলেন বাম কংগ্রেস জোট।

0
124

নিজস্ব সংবাদদাতা, মালদা-হরিশ্চন্দ্রপুর:- জোটের জয়ী প্রার্থীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েও পঞ্চায়েত দখল করতে পারলেন না তৃনমূল।কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তৃনমূল পরিচালিত মন্ত্রীর গড়ে গ্রাম পঞ্চায়েত দখল করলেন বাম কংগ্রেস জোট।এই জয় জনগণের জয় এবং এই হার মন্ত্রীর হার বলে জানালেন বাম কংগ্রেস জোট।আজ ছিল হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের মহেন্দ্রপুর ও হরিশ্চন্দ্রপুর দুই গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন।২০ আসন বিশিষ্ট মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে তৃনমূল ৯ টি, সিপিআইএম ৫ টি ও কংগ্রেস ৫ টি এবং নির্দল ১ টি আসন পায়।বাম কংগ্রেস জোট নির্দলকে সঙ্গে নিয়ে বোর্ড গঠন করলেন।প্রধান হলেন জোটের সিপিআইএম থেকে মৌসুমী দাস ও উপ প্রধান হলেন নির্দলের জুল মহম্মদ।উল্লেখ্য,চলতি মাসের ১২ তারিখে হরিশ্চন্দ্রপুর ও মহেন্দ্রপুর দুই গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের তারিখ ছিল।পুলিশ ফোর্সের অভাব দেখিয়ে বোর্ড গঠন স্থগিত করে দেন প্রশাসন।৬ দিন পর দ্বিতীয় বারের জন্য বোর্ড গঠনের তারিখ ধার্য করেন প্রশাসন।আজ কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে জোটের বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হলো।মানুষ তৃনমূলের দুর্নীতির বিরুদ্ধে যোগ্য জবাব দিয়েছে।এই পাঁচ বছর দুর্নীতি মুক্ত পঞ্চায়েত মানুষের কাছে হয়ে থাকবে বলে জানালেন জয়ী প্রার্থীরা।