চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হলো কতৃপক্ষকে।

0
167

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হলো কতৃপক্ষকে।
বর্ধমান থানার কৃতিত্ব এই প্রথম নয়। এর আগেও বহুবার চুরি যাওয়া সামগ্রী ফিরিয়ে দেওয়া হয়েছে মালিক পক্ষকে। ফের আজ শনিবার উদ্ধার হওয়া মোবাইল,টোটো এবং স্কুটি গাড়ি ফিরিয়ে দেওয়া হলো মালিক পক্ষকে। বর্ধমান সদর থানার মিটিং হলে আজ এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হয়ে ডি এস পি ট্রাফিক রাকেশ চৌধুরী বলেন মোবাইল ছিন্তাইয়ের একটি খবর আসে। সেই ছিন্তাই হওয়া মোবাইল উদ্ধার করতে গিয়ে সিসিটিভি ফুটেজ দেখে ছিন্তাইকারির কাছ থেকে 36টি মোবাইল উদ্ধার হয়।এদের মধ্যে আজ তিন জন মোবাইল মালিক কে তিনটি মোবাইল,একটি স্কুটি,এবং দুটি টোটো ফিরিয়ে দেওয়া হলো।বাকী মোবাইল গুলো তাদের অনারকে ফিরিয়ে দেওয়া হবে জানান ডিএসপি ট্রাফিক রাকেশ চৌধুরী।রাকেশ বাবু আরো বলেন বর্ধমান সদর থানার অধীনেই এই ঘটনা গুলো ঘটেছিলো।রাকেশ বাবু বলেন এই ঘটনায় দুজনাকে চিহ্নিত করা হয়েছে যিনি চুরি করেছেন অপর জন যে ব্যবসায়ীর কাছে চোরাই মোবাইল বিক্রি করা হয়েছে। তবে খোয়া যাওয়া মোবাইল টোটো এবং স্কুটি পেয়ে খুশী তারা।স্কুটর মালিক পূর্ণিমা পাল বলেন বাড়ির সামনে অন্যান্য দিনের মত এদিনো বাড়ির সামনে স্কুটি গাড়িটি রাখাছিলো সকালে দেখি গাড়ি টি নেই।ওই দিনি বর্ধমান থানায় অভিযোগ করা হয় গত 15 ই আগষ্ট গাড়িটি উদ্ধার করে আজ ফিরিয়ে দেয়।