নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- বিভিন্ন বাণিজ্যিক ক্ষেত্রেও যারা বিভিন্ন অনুষ্ঠানে এমনকি ভালোবেসে ফটোগ্রাফি করা মানুষজন আজ ক্যামেরার পেছন থেকে এক ফ্রেমে এলেন সামনে।
শান্তপুর ফটোগ্রাফি অ্যাসোসিয়েশনের ৭৬ জন সদস্য আজকের এই বিশেষ দিনটি প্রতিবার চারা গাছ প্রদান শোভাযাত্রা রক্তদান এ ধরনের নানান সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে পালন করে থাকেন।
তবে এবার, শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে প্রদান করলেন একটি পানীয় জলের মেশিন। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, রোগী এবং রোগীর পরিবারের কথা,মাথায় রেখেই এই উদ্যোগ , অন্যদিকে বিকালে শান্তিপুর পৌরসভার সাফাই কর্মী যারা শহর পরিস্কার রাখে, তাদের সকলকে সংবর্ধিত করে একটি নতুন টি-শার্ট তুলে দেওয়া হবে তাদের হাতে।
তবে সকালে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে, এই পানীয় জলের শুভ উদ্বোধন করেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, হাসপাতাল সুপারেন্টেন্ড ডক্টর তারক বর্মন। বিধায়ক বলেন শান্তিপুরে এ ধরনের অত্যন্ত মানবিক সংগঠন বিভিন্ন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে শান্তিপুরকে এগিয়ে নিয়ে যাওয়ার সহযোগিতা করে থাকে। যা আমাদের কাছে গর্বের। সুপার বলেন, পানীয় জলের প্রয়োজন ছিলো আজ থেকে রোগীর পরিবাররা অত্যন্ত উপকৃত হবে।
Home রাজ্য দক্ষিণ বাংলা শান্তপুর ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে প্রদান করলেন একটি পানীয় জলের...