দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- একরত্তির সাফল্যে সুনাম বাড়ল দক্ষিণ দিনাজপুরের। মাত্র ৩ মিনিট ১৮ সেকেন্ডে স্বামী বিবেকানন্দের ৫০ টি বাণী ইংরেজিতে বলে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নিজের নাম নথিভুক্ত করে ফেলেছে মাত্র ছয় বছরের খুদে অরিজিৎ পাল। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের নীলডাঙ্গার বাসিন্দা অরিজিৎ। স্থানীয় একটি বেসরকারি স্কুলে ইউকেজির ছাত্র। ছোট্ট বয়সেই মেধাবী ছাত্রের এমন বিরাট সাফল্যে খুশি এলাকাবাসী থেকে শুরু করে স্কুল কর্তৃপক্ষ।
পেশায় ব্যবসায়ী আনন্দ পালের দুই ছেলের মধ্যে অরিজিৎ কনিষ্ঠ। ছোট বেলা থেকেই ছেলের অত্যন্ত মেধাশক্তি সকলকে নাড়া দিত। স্কুলে ভর্তির পরেই তা সামনে আসে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মাধ্যমে। তাঁর সহযোগিতাতেই ছেলের রেকর্ড করা ভিডিও ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে পাঠানো হয়েছিল পরিবারের তরফে। আর তাতেই এই সাফল্য এসেছে।
জানাগেছে, সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ড ২০২৩ এর প্রতিযোগিতায় জন্য অরিজিৎ স্বামী বিবেকানন্দের ৫০ টি বাণী ইংরেজিতে মাত্র ৩ মিনিট ১৮ সেকেন্ডের মধ্যে রেকর্ড করে। দ্রুত স্বামী বিবেকানন্দের ৫০ টি বাণী বলার জন্য ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম ওঠে। এরপরেই উদ্যোক্তাদের পক্ষ থেকে অরিজিৎকে মেডেল, সার্টিফিকেট এবং উপহার পাঠানো হয়। আগামীদিনে এশিয়া বুক অফ রেকর্ড ও ওয়ার্ল্ড রেকর্ডের জন্য প্রস্তুতি নিচ্ছে ছোট্ট অরিজিৎ। অরিজিতের সাফল্যে ভীষণ খুশি তার বাবা মা সহ গোটা গঙ্গারামপুরবাসী।
এই বিষয়ে প্রতিভাবান খুদে ছাত্র অরিজিৎ পালের বক্তব্য, নির্দিষ্ট একটি সময়ের মধ্যে স্বামী বিবেকানন্দের ৫০ টি বাণী ইংরেজিতে বলায় ইন্ডিয়া বুক অফ রেকর্ডে তার নাম ওঠে। আগামীদিনে এশিয়া বুক অফ রেকর্ড ও ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার ইচ্ছে আছে।
অরিজিৎ এর মা অপর্ণা পাল বলেন, আমার ছেলের এই সাফল্যে খুব ভাল লাগছে। ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম নথিভুক্ত করে নিজের কাজের স্বীকৃতি পেল। আমরা চাই, জীবনে সে আরও বড় সাফল্যলাভ করুক।
অরিজিৎ এর গৃহ শিক্ষিকা রিয়া পোদ্দার জানিয়েছেন, ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী সে। আগামীদিনে এশিয়া বুক অফ রেকর্ড ও ওয়ার্ল্ড রেকর্ডে নাম তোলার চেষ্টা করবে ছাত্র। দাদাগিরিতেও তার ডাক পড়েছে।