নাগরিক সমাজীবনকে সুস্থ ও পরিবেশকে সুন্দর রাখতে বিষাক্ত পার্থেনিয়াম গাছ বিনাস ও জলের অপচয় রুখতে পতিরাম নাগরিক ও যুব সমাজ।

0
348

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা:- নাগরিক সমাজীবনকে সুস্থ ও পরিবেশকে সুন্দর রাখতে বিষাক্ত পার্থেনিয়াম গাছ বিনাস ও জলের অপচয় রুখতে পতিরাম নাগরিক ও যুব সমাজ।

আজ দিনভর তারা পাগলীগঞ্জের ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত একটি পেট্রল পাম্পের পাশ থেকে লক্ষীপুর পর্যন্ত টানা ৪ মেইল বিষাক্ত পার্থেনিয়াম বিনাশ করবার কর্মসূচিতে হাত লাগায়।পাশাপাশি
পতিরামের বাহিচা স্কুল থেকে বাহিচা টার্নিং পর্যন্ত এই পার্থেনিয়াম বিনাশ কর্মসূচি পালন করে তারা।

এছাড়াও আজ- তারা এলাকায় পি এইচ ই দ্বারা নলবাহীত পানীয় জলের অপচয় রুখতে মুখ খোলা ট্যাপগুলির মুখে স্টপনব ট্যাপ বসিয়ে জলের এই অপচয় বন্ধ করার প্রয়াস চালায়।প্রসংগত পতিরামের PHE ট্যাপগুলোর বেশিরভাগই ট্যাপের মুখ ছিল না বহুদিন ধরে,যার ফলে বহুদিন ধরেই জল অপচয় হচ্ছিল।
যদিও এর আগে 2019 সালেও পতিরাম নাগরিক ও যুব সমাজের পক্ষ থেকে কিছু উন্মুক্ত ট্যাপের মুখে স্টপনব লাগিয়ে দিয়েছিল কিন্তু এলাকায় সচেতনতার অভাবে তা ফের উন্মুক্তই থেকে জলের অপচয় ঘটে চলেছিল।পতিরাম নাগরিক ও যুব সংঘের পক্ষ থেকে প্রশাসনের কাছে অনুরোধ-জানানো হয় যাতে-এই ট্যাপকল গুলোর মুখ নষ্ট হলেই যাতে লাগানো হয় এবং এলাকায় এলাকায় জলের (PHE ট্যাপগুলোর) পাইপগুলো নিয়মিত পরিস্কার করা হয় প্রশাসন কে বিশেষ নজর দেওয়ার জন্য আবেদন জানানো হয়।
এছাড়াও আজ সংস্থার পক্ষ থেকে সারা দিনভর চলছে ডেঙ্গু প্রতিরোধ এবং সাপের কামড়ে ওঝা বা গুনীনের পরিবর্তে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে ভর্তি করানোর বিষয়ে সচেতনতামূলক মাইকিং প্রচার কর্মসূচি পালন করা হয়।
বাইট অমিত বর্মন পতিরাম নাগরিক মঞ্চের সদস্য