জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- রবিবার সমাজ পাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল জলপাইগুড়ি কোতোয়ালী থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে।মিথ্যা মামলায় সিআইটিইউ জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক জিয়াউল আলম, সম্পাদক পিযুষ মিশ্র, জেলা কার্যকরী কমিটির সদস্য সুদীপ চক্রবর্তী, এবিটিএ জেলা কমিটির সম্পাদক প্রসেনজিৎ রায়, এবিপিটিএ জেলার নেতৃত্ব জ্যোতিবিকাশ করকে অন্যায় ভাবে গ্রেফতার করেছে পুলিশ। এদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়। বেল হয়নি। ফলে তাদের জেল হেফাজতে যেতে হয়।
অবিলম্বে ৫ নেতৃত্বর নিঃশর্ত মুক্তির দাবিতে রবিবার সিআইটিইউর আহ্বানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছিল। চা শ্রমিকদের জয়েন্ট ফোরাম, সিআইটিইউ অন্তর্ভুক্ত সকল ইউনিয়ন ও কর্মচারী ফেডারেশন সহ ছাত্র শিক্ষক যুব মহিলা কৃষক খেতমজুর সংগঠন সহ বিভিন্ন গণসংগঠন এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে।
মিছিলের শেষে জয়েন্ট ফোরামের নেতৃত্ব আই সি কোতয়ালিকে স্মারকলিপি প্রদান ওকরা হয়।